বেশ বড় করেই ঘোষণা করা হয়েছিল নতুন বাংলা ধারাবাহিক এসআইটি বেঙ্গল এর। চিরাচরিত পারিবারিক গল্পের বাইরে গিয়ে একটি অপরাধভিত্তিক ও বাস্তবধর্মী কাহিনি তুলে ধরার চেষ্টা ছিল এই ধারাবাহিকে। ফলে শুরু থেকেই দর্শকের মধ্যে আলাদা উত্তেজনা দেখা গিয়েছিল। বহুদিন পর ছোট পর্দায় অভিনেতা ঋষি কৌশিককে ফের দেখা যাবে এই খবরেই তাঁর অনুরাগীদের প্রত্যাশা আরও বেড়ে যায়। প্রথম কয়েকটি পর্বেই গল্পের গতি ও অভিনয় দর্শকের নজর কেড়েছিল।
কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সমাজমাধ্যমে একের পর এক পোস্টে নিজেদের হতাশা উগরে দিচ্ছেন অনেকে। দর্শকদের প্রশ্ন অনেক ধারাবাহিক গল্পে নতুনত্ব না থাকলেও দীর্ঘদিন ধরে চলতে থাকে অথচ তুলনামূলক ভাবে ব্যতিক্রমী কনসেপ্টের এসআইটি বেঙ্গল কেন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। অনেকেই এই সিদ্ধান্তকে অন্যায় বলেও মন্তব্য করছেন।
বর্তমানে বাংলা টেলিভিশনে স্বল্পমেয়াদি ধারাবাহিকের প্রবণতা বাড়ছে। এসআইটি বেঙ্গল সেই তালিকায় যুক্ত হওয়ায় দর্শকের মন খারাপ হওয়াই স্বাভাবিক। এই পরিস্থিতিতে দর্শকের আবেগ ও ক্ষোভ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতা ঋষি কৌশিক। তিনি জানিয়েছেন ধারাবাহিকটি শুরু হওয়ার আগেই চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি একটি নির্দিষ্ট সময়ের গল্পভিত্তিক প্রজেক্ট হবে। চার থেকে পাঁচ মাস সম্প্রচারের পরিকল্পনাই ছিল।
ঋষির কথায় হয়তো কিছুটা সময়ের আগেই ধারাবাহিকটি শেষ হচ্ছে কিন্তু এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভাবে চ্যানেলের। অভিনেতা হিসেবে তাঁরা এই বিষয়ে বিশেষ কিছু করতে পারেন না। তবে দর্শকের আবেগ তিনি পুরোপুরি বুঝতে পারছেন বলেও জানিয়েছেন। এত অল্প সময়ের মধ্যেই মানুষ যে ভালবাসা দিয়েছেন সেটাই তাঁদের কাছে বড় প্রাপ্তি। দর্শকের এই সমর্থনেই তাঁদের কাজ করার অনুপ্রেরণা বাড়ে বলে মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুনঃ “প্রতিভার অভাব নেই, তবু সুযোগ কোথায়?”— অভিনয়ে দক্ষতা, দর্শকের ভালোবাসা সব থাকা সত্ত্বেও কেন টলিউডে যোগ্য চরিত্র থেকে বঞ্চিত দেবজ্যোতি রায় চৌধুরী? প্রশ্ন উঠছে দর্শক মহলে দর্শকমহলে!
মাঝে হিন্দি ধারাবাহিকে কাজ করার পর দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে দূরে ছিলেন ঋষি কৌশিক। এসআইটি বেঙ্গল এর মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন অনেকের কাছেই ছিল আনন্দের খবর। ভবিষ্যতে আবার নতুন কোনও গল্পে তাঁকে দেখা যাবে কি না সেই প্রশ্নের উত্তরে অভিনেতা আপাতত কিছু বলতে চাননি। তাঁর কথায় সব কিছুই সময়ের সঙ্গে প্রকাশ্যে আসবে। আপাতত দর্শকের ভালবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
