জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রবীন্দ্রনাথের প্রেম কি জেন জি-র কাছে সেকেলে? ভালোবাসা মানে কি এখন শুধু রিল আর ইমোজি? সম্পর্কের বদলে ট্রেন্ডে মজে নতুন প্রজন্ম! এই প্রজন্মের ‘ডিজিটাল প্রেম’ নিয়ে আসছে জি বাংলার নতুন সিরিয়াল ‘বেশ করেছি প্রেম করেছি!’ থাকছেন জনপ্রিয় নায়ক-নায়িকা!

প্রেম মানেই কি আজও রবীন্দ্রনাথের গানে মিশে থাকা সেই মিষ্টি আবেগ? নাকি সময়ের সঙ্গে বদলে গিয়েছে ভালোবাসার রঙ? এখন প্রেমের ভাষা কি ইমোজি আর রিলের মধ্যে আটকে পড়েছে? ঠিক এই প্রশ্নগুলির উত্তর খুঁজবে জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’। এই ধারাবাহিক প্রেমকে দেখাবে দুই প্রজন্মের চোখে— একদিকে যেখানে স্মৃতি, চিঠি আর প্রতীক্ষা, অন্যদিকে রয়েছে দ্রুতগতির ডিজিটাল যুগের প্রেম।

নতুন ধারাবাহিকটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিকী পাল ও রাজদীপ গোস্বামীকে। তাঁদের জীবনের টানাপোড়েনের মধ্য দিয়েই ফুটে উঠবে আজকের প্রজন্মের ভালোবাসা। গল্পের শুরুতে দেখা যাবে এক সাদামাঠা ছেলে স্বয়ম (রাজদীপ), যে প্রথম প্রেমে পড়ে জুঁইয়ের (কৌশিকী)। দু’জনেই তখন বয়ঃসন্ধির দোরগোড়ায়। কিন্তু জুঁই কি মন দেবে স্বয়মকে? এই উত্তরই গল্পকে এগিয়ে নিয়ে যাবে।

এই সিরিয়ালে শুধু বর্তমান নয়, সমান্তরালভাবে দেখা যাবে জুঁইয়ের মায়ের প্রেমের গল্পও। সেই চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী দত্ত। তাঁর সময়ের প্রেমের কাহিনি যেন পুরনো দিনের গন্ধ এনে দেয়— চিঠি লেখা, সরস্বতী পুজোয় দেখা হওয়া, প্রেমের সেই নিষ্পাপ আবেগ। এই অতীত ও বর্তমানের মেলবন্ধনেই সিরিয়ালটির মূল আকর্ষণ তৈরি হবে।

ইন্দ্রাণী দত্ত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভরত কল, অসীম রায়চৌধুরী-সহ একঝাঁক জনপ্রিয় অভিনেতাকে। তাঁদের সংলাপ, আবেগ আর অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে সময়ের পার্থক্য আর প্রজন্মের দৃষ্টিভঙ্গি।

প্রযোজক ও পরিচালক স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, “এই ধারাবাহিকের মাধ্যমে আমরা আজকের সমাজে প্রেমের মূল্যায়ন করতে চেয়েছি। আগে প্রেম ছিল চিঠিতে, এখন সেটা চলে এসেছে মুঠোফোনে। কিন্তু অনুভূতি কি কমে গিয়েছে? সেটাই খুঁজবে এই গল্প।” আগামী মাস থেকেই শুরু হবে ‘বেশ করেছি প্রেম করেছি’— যেখানে জেন জি-র প্রেম পাবে নতুন সংজ্ঞা।

Piya Chanda

                 

You cannot copy content of this page