জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Zee Bangla Mahalaya: জলসা কালার্সের থেকে পিছিয়ে পড়েছিল জি! তড়িঘড়ি দিল মহালয়ার প্রোমো,শুভশ্রীর ত্রিনয়নী রূপ দেখে চমকে উঠলেন নেটিজেনরা

আর মাত্র একমাস তারপরেই রবিবারের ভোরবেলা বেজে উঠবে আগমনীর বার্তা। বাজলো তোমার আলোর বেণু শুনে মানুষের একটা অন্যরকম আলাদা অনুভূতি আসে। বিশেষ করে বাঙালি হিন্দুরা তো চোখে জল এনে ফেলে।

বিনোদন চ্যানেলগুলোতে প্রচুর প্রতিযোগিতা হয় এই অনুষ্ঠান নিয়ে। মহিষাসুর মধ্যে নিয়ে অনুষ্ঠান কোন চ্যানেল কত ভালো করতে পারে এই নিয়ে চলতে থাকে প্রতিযোগিতা। আর দর্শকদের মধ্যেও আগ্রহ বাড়ে যে কোন চ্যানেলে কে দুর্গা সাজছে সেটা দেখার জন্য। স্টার জলসা এই বছর জব্বর চমক দিয়েছে। তারা দুর্গা করেছে তাদের চ্যানেলের প্রিয় নায়িকা সোনামণি সাহাকে। কোন ফিল্ম স্টার এখানে নেই। তবে কালার্স বাংলা এবং জি বাংলা বেছে নিয়েছে দুই বড় পর্দার অভিনেত্রীকে।

subhasree2

কালার্স বাংলার দুর্গা হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আর সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হচ্ছে। আবার অন্যদিকে জি বাংলায় দুর্গা সেজেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী‌। এর আগেও তিনি দু’বার জি বাংলায় দুর্গা সেজে ছিলেন। এই বছর আবার তিনি দুর্গা রূপে অবতীর্ণ হচ্ছেন এবং তাকে অদ্ভুতভাবে মানিয়েও গেছে।

সবার আগে ছিল কালার্স বাংলা তারপরে প্রমো এনেছে স্টার জলসা এবং ধাপে ধাপে প্রম ো আসছে স্টার জলসায়। আর তাই দেরি না করে গতকাল রাতে একটুখানি টিজার দিয়ে দিয়েছে জি বাংলা। বারুইপুরের স্টুডিওতে শুটিং হয়ে গেছে আর যখন শুভশ্রীকে আমরা দেখছি দুর্গা রূপে তখন তাকে অদ্ভুত সুন্দর লাগছে।

subhasree

অনেকেই বলেছে শুভশ্রীকে নাকি একদম মানাবে না। আসলে তারা একদম নতুন ধারাবাহিক দেখছেন তো, তাই এরকম মনে হচ্ছিল। যারা শুভশ্রীকে এর আগে দুবার দেখেছে তারা জানে শুভশ্রীকে দুর্গা সাজলে কী সুন্দর লাগে। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, সিংহবাহিনী ত্রিনয়নী। আপনারা দেখুন সেই টিজারের ঝলক।

Pabitra