জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিভে জল আনার মতো চাটনি! কাঁচকলা দিয়ে বানিয়ে ফেলুন অভিনব মজাদার রেসিপি

ফলের মধ্যে কলা ( Banana ) সবচেয়ে সহজলভ্য, সস্তা ও পুষ্টিকর। কলা খেতে অনেকেই পছন্দ করেন। এই ফল খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম আছে। রোজকার ডায়েটে নানা ভাবে কলাকে যোগ করা যায়। এমনকি কলার চাটনি ( Banana Chutney ) করেও কলাকে খাদ্যতালিকার অন্তর্ভুক্ত করা যায়। দেরি না করে সরাসরি রেসিপিতে ( Recipe ) যাওয়া যাক।

উপকরণ-

কাঁচকলা, তেল, কাঁচালঙ্কা, আদা, রসুন, দই, জিরে, গোটা সর্ষে, কারিপাতা, লেবুর রস, নুন, ধনেপাতা।

প্রণালী-

কলার চাটনি তৈরি করতে প্রথমে কাঁচকলা সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার একটি মিক্সারে সেদ্ধ করে রাখা কলা, কাঁচালঙ্কা, আদা, রসুন ও সামান্য জল দিয়ে পেস্ট করে নিন। কলার পেস্টে মিশিয়ে নিন দই। এরপর স্বাদ অনুযায়ী, নুন ও লেবুর রস দিন।

একটি প্যানে তেল গরম করুন। গরম তেলে গোটা জিরে, সর্ষে ও কারিপাতা ফোড়ন দিন। এবার টেম্পারিং রং চাটনির উপর ঢেলে দিন। উপরে কিছু কাঁচা ধনেপাতা যোগ করে সাজান ও পরিবেশন করুন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।