জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপর্ণার জীবনে মায়ের ভূমিকা পূর্ণ, দায়িত্ব সেরে ফেলেছেন সুমি! ‘চিরদিনই তুমি যে আমার’ ছাড়তে পারেন সুচন্দ্রা ব্যানার্জি? ধারাবাহিকতা বজায় রেখেই নতুন ধারাবাহিকে, মায়ের চরিত্রে যোগ দিচ্ছেন অভিনেত্রী! এবার দেখা যাবে কোন গল্পে?

টেলিভিশনের পর্দায় এমন কিছু চরিত্র থাকে, যেগুলো ধীরে ধীরে দর্শকের আপন হয়ে যায়, কোনও বাড়াবাড়ি ছাড়াই। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের সুমি ঠিক তেমনই এক চরিত্র। অপর্ণার মায়ের ভূমিকায় যিনি ধরা দিয়েছেন সেই গৃহিণীর সরলতা, বাস্তব বোধ আর নিঃশব্দ দৃঢ়তা গল্পের অনেক মুহূর্তকেই বিশ্বাসযোগ্য করে তুলেছে। ছোট ছোট অভিব্যক্তি, চোখের ভাষা কিংবা কথার ভঙ্গিতেই ফুটে উঠেছে এক সাধারণ মায়ের অসাধারণ উপস্থিতি!

এই চরিত্রের প্রাণ দানের পেছনে রয়েছেন অভিনেত্রী ‘সুচন্দ্রা ব্যানার্জি’ (Suchandra Bannerjee)। ধারাবাহিকে তাঁর চরিত্র মৌসুমিকে, সবাই সুমি বলেই ডাকে। তিনি শুধু মেয়ের আশ্রয়ই নন, প্রয়োজনে কঠোর আবার সময়ে সময়ে আশ্চর্য রকমের সহানুভূতিশীল! অপর্ণার জীবনের প্রতিটি সিদ্ধান্তে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সমর্থন আর শাসনের ভারসাম্য যে কতটা জরুরি, সেই ছবিটাই বারবার ফুটে উঠেছে সুমির মাধ্যমে। আর সুমি ও সতীনাথের সম্পর্কের রসায়নও গল্পে আলাদা মাত্রা যোগ করেছে।

বর্তমানে গল্পের মোড় ঘুরে অপর্ণা ও আর্যর বিয়ে সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে অনেকটা স্বাভাবিকভাবেই শেষ হয়েছে এক মায়ের দায়িত্বের বড় অধ্যায়। এই জায়গা থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, খুব শিগগিরই স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’তে মায়ের চরিত্রেই দেখা যেতে পারে সুচন্দ্রা ব্যানার্জিকে। উল্লেখযোগ্য বিষয় হল, দুই ধারাবাহিকের প্রযোজনাতেই রয়েছে একই প্রোডাকশন হাউস এসভিএফ।

ফলে এই সম্ভাবনা নিয়ে চর্চা আরও জোরালো হয়েছে। উল্লেখ্য, অভিনেত্রীর কেরিয়ারের দিকে তাকালে বোঝা যায় যে মায়ের চরিত্র তাঁর কাছে নতুন কিছু নয়। আগেও একাধিক ধারাবাহিকে তিনি কখনও স্নেহশীলা, কখনও আবার কঠোর বা নেতিবাচক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। দুই ধরনের চরিত্রেই সাবলীলতা তাঁর বড় শক্তি। তাই নতুন ধারাবাহিকে তিনি কোন রঙে ধরা দেবেন, সেটা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে দর্শকদের মধ্যে।

সব মিলিয়ে বলা যায়, ‘চিরদিনই তুমি যে আমার’-এর সুমি চরিত্রের মাধ্যমে সুচন্দ্রা ব্যানার্জি আবারও প্রমাণ করেছেন, সংযত অভিনয় আর বাস্তব ছোঁয়াই দীর্ঘদিন মনে থেকে যায়। যদিও, অভিনেত্রী কি জি-এর ধারাবাহিক পাকাপাকি ভাবে ছেড়ে দিচ্ছেন, না কি শুধু উপস্থিতি কমবে, সেটা এখনও স্পষ্ট নয়। এবার নতুন গল্পে, নতুন চরিত্রে তাঁর অভিনয় কতটা নজর কাড়বে, সেই অপেক্ষাতেই রয়েছেন ধারাবাহিকপ্রেমীরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page