জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Besharam Deepika Padukone: “বেশরম রং চরম অ’শ্লী’ল, কাল প’র্ন ফিল্ম বানান”! এ কী বললেন “শক্তিমান”?

বার বার বিতর্কের শিকার হচ্ছে বেশরম রং।গানটিতে জনপ্রিয় অভিনেতা শারুখ খান এবং দীপিকা পাডুকোন কে দেখা যাচ্ছে ,এবং সেখানে দীপিকার পোশাক নিয়ে বার বার সমালোচনার মুখে পড়তে হচ্ছে।

এবার শক্তিমান ওরফে মুখেশ খান ও বেশরম রং গানটি নিয়ে নিজের মত প্রকাশ করলেন।সেখানে তিনি পাঠান সিনেমাটি নিয়ে এবং গান টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।এছাড়া ও তিনি বিভিন্ন রকম হিন্দি সিনেমা কে নিয়েও বিক্ষোভ দেখিয়েছে ।

তিনি ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন এবং সেখানে এই গানটি কে বিভিন্ন ভাবে তিনি সমালোচনা করেন ।তার কথা এভাবে হিন্দু ধর্মকে ছোট করা হচ্ছে ।

মুকেশ খান বলেছে গানটিতে ইচ্ছে করে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরানো হয়েছে ।পরিচালক রা এভাবে সিনেমা তৈরী করে হিন্দু ধর্ম কে ছোট করছে।

শুধু গান নয় গানটির অশ্লীলতা নিয়েও তিনি মন্তব্য করেছেন ।তার মতে এখনো ই এই ছবি টি বয়কট করা হোক ।এভাবে পরিচালক রা তাদের সিনেমাকে প্রচারে নিয়ে আসতে চাইছে ।কিন্তু এর বদলে উল্টোটাই হবে সিনেমাটি কে বন্ধ করা উচিত ।গানটিতে চরম অশ্লীলতা দেখানো হয়েছে ।

Nira

                 

You cannot copy content of this page