জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Nim Fuler Madhu: সৃজন আর সৃজনের মায়ের চরিত্রে এক বয়স! বন্ধুর বয়সের ছেলের মায়ের চরিত্র করতে লজ্জিত ‘কৃষ্ণা’! মুখ খুললেন ‘নিম ফুলের মধু’র কৃষ্ণা

সদ্যই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। শুরু থেকেই এই গল্প বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আর তাই TRP তালিকাতেও বেশ উপরের দিকেই ‘নিম ফুলের মধু’। অভিনেতা রুবেল দাস এবং পল্লবী শর্মা অভিনীত এই ধারাবাহিক মন কাড়ছে অনেকেরই। বাবা-মা’র আদুরে মেয়ে পর্ণা (পল্লবী শর্মা)। বিয়ের পর শ্বশুরবাড়িতে যৌথ পরিবারে গিয়ে প্রতিদিন নতুন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে পর্ণাকে। বাস্তবেও অনেক নারীকে এই পরিস্থিতির সামনা করতে হয়।

এখন এটাই দেখার বিষয়, সব বাঁধা সামলে কিভাবে শাশুড়ি সহ গোটা শ্বশুরবাড়িকে আপন করে নেবে! এদিকে সৃজনকে বিয়ে করে নতুন বৌ পর্ণা দত্ত বাড়িতে পা রাখতে না রাখতেই তাঁর পায়ে শিকল দিতে প্রস্তুত শ্বশুর বাড়ির কিছু জন। তবে সেই ধ্যানধারণা বারংবার ভাঙতে দেখা গিয়েছে পর্ণাকে। এবার আসি পর্ণার সেই শাশুড়ির কথায়, যিনি টলিপাড়ার চেনা মুখ। একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন এই অভিনেত্রী। ছোটপর্দায় এখন তিনি জনপ্রিয় জাদরেল শাশুড়ি মা হিসাবে। তিনি হলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পর্ণার শাশুড়ি কৃষ্ণা’ ওরফে অভিনেত্রী ‘অরিজিতা মুখোপাধ্যায়’।

সমবয়সী হয়েও রুবেলের মায়ের চরিত্রে অভিনয়, মুখ খুললেন 'নিম ফুলের মধু'র  'কৃষ্ণা' অরিজিতা

এই ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন তিনি। সৃজনের মায়ের ভূমিকায় দারুন অভিনয় করে দর্শকমহলে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। ধারাবাহিকে দত্তবাড়ি অর্থাৎ পর্ণার শশুড়বাড়ির মধ্যযুগীয় ধ্যানধারণার মানুষজন দেখে বিশেষ করে সৃজনের মা আর জেঠুকে দেখে রাগে গা জ্বলে যাচ্ছে দর্শকদের। এরূপ মানসিকতা এখনও বাস্তবে অনেকের মধ্যেই রয়েছে। এছাড়া ‘বাবু’ অর্থাৎ সৃজন-এর মায়ের প্রতি অন্ধ ভালোবাসা এতটাই বেশি, যে মাঝে মাঝে ঠিক-ভুলের ফারাক ভুলে যায়। আর তাই তাঁকে ‘ভেঁড়া’-র তকমা দিয়েছে দর্শকমহল।

Nim Fuler Madhu: 'দজ্জাল শাশুড়ির ভেড়া বাচ্চা'! নিম ফুলের মধুতে পর্ণার  প্রতি মাম্মাস বয় সৃজনের আচরণ দেখে রেগে লাল দর্শক – Tolly Tales

সৃজন মায়ের সামনে এলে গলা দিয়ে একটাও শব্দ বের হয় না তার। আর তা দেখে রীতিমতো বিরক্ত দর্শক, আর এই রাগ, বিরক্তিই সিরিয়ালের কলাকুশলীদের কাছে পরম পাওনা। তবে অনেকেই হয়তো জানেন না, ধারাবাহিকে নায়ক রুবেল আর তার অনস্ক্রিন মা অর্থাৎ অভিনেত্রীর অরিজিতার বয়স প্রায় কাছাকাছি। প্রায়ই একই বয়স হওয়া সত্বেও রুবেল মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই নিয়েই এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যায় পর্ণার শাশুড়িকে।

সমবয়সী হয়েও রুবেলের মায়ের চরিত্রে অভিনয়, মুখ খুললেন 'নিম ফুলের মধু'র  'কৃষ্ণা' অরিজিতা

এই নিয়ে তাঁর আক্ষেপ আছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুঃখ করলে তো দুঃখের শেষই থাকবে না। বরং আমি এটা দেখার চেষ্টা করি, আমার বয়সী কটা মানুষ এরকম চ্যালেঞ্জ নিচ্ছে অথবা কজন অভিনেতা সাহস করে বলছেন আমি এই চরিত্রটা করব। আমি আমার বয়সের চরিত্রও করছি আমি আমার বয়সের থেকে বড় চরিত্রও করছি। ফলে আমার আক্ষেপের কোনো জায়গা নেই। চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয় সেটাই আমার কাছে ইমপর্টেন্ট।”

Nira