মাত্র কিছুদিন আগে স্টার জলসায় শুরু হয় খুকুমণি হোম ডেলিভারি। একেবারে অন্য ধাঁচের বিষয়বস্তু নিয়ে এগোচ্ছিল গল্প।
কিন্তু বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি ধীরে ধীরে নীচে নামতে থাকে। যার ফলে এর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে থাকে। শেষমেষ ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু এত কম সময়ে এত ভাল একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় দুঃখ দর্শকদের মধ্যে।
নির্মাতা এবং উপরতলার চাপে বন্ধ করা হচ্ছে ধারাবাহিক। মাত্র 6 মাস আগে শুরু হয়েছিল যাত্রা। তাই মন খারাপ কলাকুশলীদের।
বাংলার হারিয়ে যাওয়া রান্না, হোম ডেলিভারি করা খুকুমণির গল্প নিয়ে এসেছিল এই ধারাবাহিক। বিষয়বস্তু দেখেই বোঝা যাচ্ছে আজকালকার ধারাবাহিকের থেকে এই ধারাবাহিক ছিল অনেকাংশে আলাদা। ধারাবাহিকের মুখ্য চরিত্র বিহানের সঙ্গে খুকুমণির সম্পর্কও বিশেষ গুরুত্ব পেয়েছিল।
ধারাবাহিকে শুরুতে নায়িকার সংলাপ বিহার থেকে উঠে আসা লড়াই নিয়ে দর্শক মজে ছিল। কিন্তু পরবর্তীতে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে সোশ্যাল মিডিয়ায় এর মুখ্য চরিত্র খুকুমণিকে ক্রমাগত কটাক্ষ করতে থাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফলে এটি ও ধারাবাহিক বন্ধের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
তবে শেষটা যাতে সুন্দর হয় তাই এদিন সকলে মিলে দিন উদযাপন করলেন। সকল কলাকুশলীরা ছিলেন সেটে। চোখের জল বাঁধ মানছিল না। কারুর মন খারাপ, কেউ কেঁদে ফেললেন। মন খারাপ এবং ভালো লাগার মুহূর্তগুলি এক জায়গায় একাকার হয়েছে সকলের মনে। মুখ্য চরিত্র বিহান ওরফে রাহুল মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে সকলকে মিস করবেন তিনি।