জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বড় ধাক্কা!আবার মাত্র ৯ মাসেই বন্ধ হচ্ছে জনপ্রিয় এই সিরিয়াল, মাথায় হাত নেটিজেনদের

একের পর এক সিরিয়াল শেষ হবার পালা। কোনওটা গল্পের খাতিরে শেষ হচ্ছে আবার কোনও ধারাবাহিকে শেষ করে দেওয়া হচ্ছে। এবার আবার শোনা গেল মাত্র নয় মাস পেরোতে না পেরোতেই বন্ধ করে দেওয়া হচ্ছে এক বিখ্যাত ধারাবাহিক। কী সেই ধারাবাহিক?

আগামী সোমবার থেকে স্টার জলসা এবং জি বাংলায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক।

স্টার জলসায় আসছে বৌমা একঘর যার কারণে খুকুমণি হোম ডেলিভারি শেষ করে দেওয়া হলো। অন্যদিকে জি বাংলায় শেষ হলো কড়ি খেলা কারণ শুরু হচ্ছে লালকুঠি। এরপর শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে যমুনা ঢাকি। এই জায়গায় আসবে নতুন সিরিয়াল খেলনা বাড়ি। এদিকে স্টার জলসায় আসছে আরও একটি নতুন সিরিয়াল যার নাম কী লিখি তোমায়।

এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেন। এখানেই শেষ নয়, রয়েছে আরও একটি দুঃখের খবর। মাত্র নয় মাস পেরোতেই বন্ধ হয়ে গেল ইকির মিকির।

 

আকাশ আট চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল ইকির মিকির। মুখ্য চরিত্রে ছিলেন গোধূলি আলাপের নায়িকা সোমু সরকার।
ইকির মিকির | Ekir Mikir | Family Drama | Weekly Promo | 2021 New Bangla  Popular Serial | Aakash Aath - YouTube
এ ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন সোমাশ্রী ভট্টাচার্য এবং সপ্তর্ষি রায়। নায়িকা নিজে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান যে সিরিয়াল শেষ হতে চলেছে এবং সেই কারণে মন খুব খারাপ তাঁর। ভবিষ্যতে আবার হয়তো এই জুটি কোথাও না কোথাও কাজ করবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page