জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নোলক পেল অরিন্দমের থেকে লাল টুকটুকে শাড়ি উপহার! সেই দেখে রোহিণী আর বাকি পাজি সদস্যদের মুখবন্ধ

সিরিয়ালের সঙ্গে অনেক সময় নিজেদেরকে মিলিয়ে ফেলেন আমাদের মা কাকিমারা।

তাই নায়িকা কাঁদলে কাঁদতে বসে তারাও। আবার খলনায়ক বা খলনায়িকার আর কুকীর্তি দেখে গা জ্বলে যায় তাদের। সেরকমই একটা নতুন সিরিয়াল কে দর্শক অল্প কয়েকদিনের মধ্যেই ভালবেসে ফেলেছে। সেটি হল গোধূলি আলাপ।

স্টার জলসায় এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেতা কৌশিক সেন এবং মূল চরিত্রে রয়েছেন নবাগতা সোমু সরকার।

নোলক এবং অরিন্দমের অসমবয়সী প্রেমের গল্পের জাল বুনেছে এই ধারাবাহিক। প্রথমে দর্শকরা বিষয়বস্তু নিয়ে আপত্তি জানালেও ধারাবাহিক সম্প্রচারিত হতে শুরু করার পরেই তা ধীরে ধীরে আপন করে নেয় তারা।

চলতি সপ্তাহে উড়ন তুবড়িকে গো হারান হারিয়ে স্লট লিড করল গোধূলি আলাপ। আর এর মধ্যেই সিরিয়ালের এপিকাট জমে গেছে। নোলককে সত্যি কারের লাল রঙের টুকটুকে শাড়ি উপহার দিল অরিন্দম। শপিং মলের দোকানে নোলককে যাচ্ছেতাই ভাবে অপমান করে দোকানদার।

কিন্তু তাদেরকে কথা শোনাতে ছাড়েনি অরিন্দম।এছাড়াও এস্কেলেটর সিঁড়ি দিয়ে ওঠা নিয়ে নোলককে রায়বাড়ির পাজি সদস্যরা বিরক্ত করলেও নোলক নিজে নিজে এস্কেলেটর দিয়ে নেমে আসে যা দেখে অবাক হয়ে যায় তারা। আর এভাবেই দর্শকদের মন জিতে নিল এই ভিডিও।

Piya Chanda

                 

You cannot copy content of this page