জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Jagadhatri: বাবা-মা’র ভালোবাসা পেতে জগদ্ধাত্রীকে ব্যবহার করছে স্বয়ম্ভু! “অপেক্ষা করছি কতক্ষনে বাড়ির ধ্যাতানি খেয়ে জগদ্ধাত্রীর পায়ে পড়ে মিউ মিউ করবে স্বয়ম্ভু”! নায়কের চরিত্রের উপর ঘেন্না ধরে গেছে দর্শকের

বর্তমানে বাংলা টেলিভিশনের সবথেকে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী(Jagaddhatri)। টিআরপি তালিকাতেও দারুন পারফরম্যান্স এই বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের। এই ধারাবাহিকে জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক(Ankita Mallick)। আর নায়ক স্বয়ম্ভু’র চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌম্যদীপ মুখার্জি(Soumyadeep Mukherjee)। দুজনেই টেলিভিশন দুনিয়ার একদম নতুন মুখ।

এই ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে একটু ভিন্ন। এখানে পরকীয়ার গন্ধ নেই।এখানে একটি মেয়ের দুটি রূপকে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িতে সে জগদ্ধাত্রী শান্ত শিষ্ট, ভদ্র, কর্মনিপুনা, নিরীহ প্রকৃতির মেয়ে। কিন্তু বাইরে অত্যন্ত কড়া। তীব্র প্রতিবাদী, দাপুটে, কড়া এক ক্রাইম ব্রাঞ্চ অফিসার। দোষীদের শাস্তি দিতে বদ্ধপরিকর। সে পরিচিত ‘জ্যাস!’ নামে। যদিও
নিজের এই রূপকে প্রকাশ করেনা সে।

এই ধারাবাহিকে নায়ক চরিত্রের থেকেও নায়িকা চরিত্রটি বেশি গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু হল জগদ্ধাত্রীর অফিস কলিগ। এই ধারাবাহিককে জগদ্ধাত্রী চরিত্রটির উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই ধারাবাহিকে দেখানো হয়েছে এই ধারাবাহিকের অন্যতম ভিলেন চরিত্র উৎসব অ্যারেস্ট হ‌ওয়ার পর থেকেই উৎসবের মা বৈদেহী মুখার্জী চিন্তা করছে কিভাবে ছেলেকে বাঁচানো যায়।

অন্য থেকেই ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু বৈদেহী ও রাজনাথের কাছে ভালোবাসা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে। রাজনাথের সৎ ছেলে স্বয়ম্ভু’কে সহ্য করতে পারত না বৈদেহী। কিন্তু হঠাৎই স্বয়ম্ভুর প্রতি হঠাৎ তাঁর ভালোবাসা জেগে উঠছে। এই সবটাই সছ করছে একটি শর্তকে মাথায় রেখে। ‌‌স্বয়ম্ভু যেন জগদ্ধাত্রীর উপর চাপ সৃষ্টি করে যাতে সে উৎসবকে ছেড়ে দেয়। বাবা আর সৎ মায়ের ভালোবাসা পেতে এই কাজ করে স্বয়ম্ভু।

কৌশিকী জগদ্ধাত্রীকে এই বিষয়ে অবগত করলে সে জগদ্ধাত্রী জানায় সে সবটাই জানে। স্বয়ম্ভু তাকে ব্যবহার করছে শুধুমাত্র নিজের বাবা-মার কাছে ফেরার জন্য। যখন স্বয়ম্ভুকে
তাঁর সব থেকে বেশি দরকার ছিল তখন সে তার পাশে নেই। উৎসব ক্রিমিনাল জেনেও বাবা-মার জন্য তাঁকে ছেড়ে দেওয়ার জন্য সে জগদ্ধাত্রীকে চাপ দিচ্ছে।

আর স্বয়ম্ভুর মতো স্বার্থপর এই চরিত্রটাকেই পছন্দ করতে পারছেন না দর্শক। নায়ক হিসেবে একেবারেই ভূমিকাহীন স্বয়ম্ভুর চরিত্রটি। নিজে এত বড় পুলিশ অফিসার হয়ে শুধুমাত্র পারিবারিক স্বার্থে উৎসবের মত ক্রিমিনাল কে ছেড়ে দেওয়ার কথা বলতে পারে। এই কথা শুনে দর্শক অবাক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক দর্শক লিখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছিনা সেই মুহূর্ত দেখার জন্য যেখানে দেখাবে উৎসব , রাজনাথ আর বৈদেহী মুখার্জী ঘাড় ধরে লাথি মে রে স্বয়ম্ভুকে বাড়ি থেকে দুর করে দিচ্ছে। আর ও জগদ্ধাত্রী’র পায়ের কাছে এসে মিউ মিউ করছে’

TollyTales Entertainment Desk