জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রঞ্জাকে বাঁচাতে মল্লারের ঘাড়ের লাঠি দিয়ে মারল পিলু! জব্দ হবে মল্লার, নতুন প্রোমো দেখে নিন

জি বাংলায় সদ্য শুরু হয়েছে ধারাবাহিক পিলু। মাত্র তিন-চার মাসের মধ্যে এই ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে। প্রথমদিকে পিনু চরিত্রের অভিনয়ে জড়তা থাকলেও পরে তা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে থাকে।

এই ধারাবাহিকের বিষয়বস্তু হলো ক্লাসিকাল সঙ্গীত। অন্যান্য ধারাবাহিকের থেকে এর গল্প অনেকটা আলাদা হওয়ায় বেশ সহজেই দর্শকদের মন কেড়ে নিতে সফল হয়।

এখন অবধি যে গল্প চলেছে সেই অনুযায়ী আমরা জানি রঞ্জা এবং বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে বড় ম্যাডামের সম্পত্তি হাতিয়ে নিয়েছে মল্লার। সত্যিটা স্বীকার করে সে সিঁদুর পরিয়ে দিয়েছে রঞ্জার সিঁথিতে। নিজের সৎ বোনকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে পিলু। এর প্রমাণ মিলল ভাইরাল হওয়া নতুন প্রোমো থেকে।

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)

ধারাবাহিকের নতুন প্রোমো এসে গেছে যেখানে দেখানো হয়েছে রঞ্জা নিজের শ্বশুরবাড়িতে গিয়ে জানিয়ে দেয় যে সে মল্লারের সঙ্গে সংসার করতে পারবে না। তার স্বামী সেখানে উপস্থিত ছিল। সে জানিয়ে দেয় এই বাড়ির মেয়েরা এমন করে না। সেই সময়েই পিলু এসে লাঠির আঘাত দেয় নিজের ভগ্নিপতিকে। আহির রঞ্জাকে ছেড়ে দিতে বলে। এবার দেখার পালা আহির আর পিলু মিলে কি জব্দ করতে পারবে মল্লারকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page