জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

Anurager Chhowa: দীপাকে বাঁচাতে নিজের শরীরের পরোয়া না করে রক্ত দিল কবির! অবাক সূর্য

অনুরাগের ছোঁয়ায় (Anurager Chhowa) সূর্যের (Surjyo) সামনে এল চরম সত্য। এতদিন যে সত্যিটাকে মিথ্যা ভেবে দূরে ঠেলে দিয়েছে। আজ সেই সত্যি সূর্যকে আরও বেশি কষ্ট দিল। সূর্য জেনে গেল, সোনা (Sona)-রূপা (Rupa) তার সন্তান। এতদিন দীপা (Deepa) সূর্যকে বহুবার এই সত্যি কথাটা বলে এসেছে। কিন্তু মিশকার কথায় সূর্য দীপাকে বিশ্বাস করেনি। সে ভেবে এসেছে, সোনা ও রূপা কবিরের (Kabir) সন্তান। এবার সূর্যের সঙ্গে সন্তানদের ডিএনএ রিপোর্ট ম্যাচ করায় সব সত্যি সামনে এল।

মিশকার (Mishka) চক্রান্ত ফাঁস হল সূর্যের সামনে। এতদিন সূর্যকে ভুল রিপোর্ট দেখিয়ে মিশকা প্রমান করে এসেছে, সূর্য কোনওদিন বাবা হতে পারবে না। তাই দীপাকে তার কোলের শিশুর সাথেই বাড়ি থেকে বের করে দিয়েছিল একসময় সূর্য। এমনকি দীপার থেকে তার সন্তানদের কেড়ে নেওয়ারও চেষ্টা করে সে। দীপা সহ বাড়ির কারোর কথাই সূর্য বিশ্বাস করেনি।

surjo dipa kidnap episode

সূর্যের হাতে এল আসল রিপোর্ট

সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে দীপা অসুস্থ হয়ে পরে। সূর্য তখনই জানতে পারে কবির কোনোদিন বাবা হতে পারবে না। তাই সে সোনা – রূপার সঙ্গে নিজের ডিএনএ রিপোর্ট ম্যাচ করায়। আর তাতেই আসল সত্যি সামনে আসে। আসল রিপোর্ট হাতে পেয়ে দীপার কাছে ক্ষমা চাইতে ছুটে যায় সূর্য। এদিকে দীপা অসুস্থ হয়ে জ্ঞান হারায় তার বাড়িতে। লাবণ্য তাকে হাসপাতালে ভর্তি করে।

সূর্য দীপার অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে যায়। দীপার অপারেশন হয়। তারপর তাকে সেলাইন ও রক্ত দেওয়া হয়। ডাক্তার জানায়, রক্ত আরও প্রয়োজন। এদিকে ব্লাড জোগাড় করার চেষ্টা করে সূর্য ও তার ভাই। কিন্তু কিছু সমস্যার কারণে সঠিক সময়ে রক্ত জোগাড় করতে পারে না তারা। আর তখন দাদা হিসাবে কবির রক্ত দিতে এগিয়ে আসে।

দীপাকে রক্ত দিল কবির

জানা যায়, দীপার সঙ্গে কবিরের ব্লাড গ্রূপ ম্যাচ করে যায়। আর তাই কবির দীপাকে রক্ত দিতে প্রস্তুত হয়। কিন্তু কবির নিজেও অসুস্থ, তাই নার্স তাকে এ কাজ করতে বারণ করে। কিন্তু কবির জানায়, সে আর কিছুদিন বাঁচবে। কিন্তু দীপাকে এখন অনেকটা পথ চলতে হবে। তাই সে প্রয়োজনে দীপাকে রক্ত দেবে। দীপার প্রতি কবিরের এমন ভালোবাসা দেখে অবাক হয়ে যায় সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Ratna Adhikary