তিনি আমাদের ছেড়ে চলে গেছেন দু’মাস হতে চলল কিন্তু এখনো স্ত্রী সংযুক্তা সকলের মনে অমর করে রেখেছেন স্বামী অভিষেক চ্যাটার্জীকে। তবে এবার এমন একটি খবর এলো বাঙালির জন্য যাতে করে সারা জীবন অমর হয়ে থাকবেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী।
কেউ মারা গেলে আমরা বলি তিনি আকাশের তারা হয়ে গেছেন। কিন্তু মৃত্যুর পর এবার আক্ষরিক অর্থেই ‘আকাশের তারা’ হতে চলেছেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর নামে রাখা হচ্ছে একটি নক্ষত্রের নাম। একটি বেসরকারি সংবাদমাধ্যমে খবরটি জানিয়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘এই প্রথম কোনও টলিউড তারকা অভিনেতার নামে আকাশের একটি নক্ষত্রের নামকরণ হতে চলেছে। এক মার্কিনি সংস্থার উদ্যোগে পুরো বিষয়টি ঘটছে। সৌজন্যে অভিষেকের শেষ ছবি ‘পঞ্চভুজ’-এর প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়।’’
রবিবার নজরুলতীর্থ মঞ্চে নামকরণের শংসাপত্র আনুষ্ঠানিক ভাবে হাতে পাবেন অভিষেকের পরিবার। শংসাপত্রের ছবি অবশ্য ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সংযুক্তা। সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন। আপনাদের জন্য রইল সেই ছবি।
মার্কিন সংস্থার শংসাপত্র অনুযায়ী, অভিষেক ‘ইউনিকর্ন’ তারা হয়ে আজীবন জ্বলবেন তাঁর স্ত্রী এবং একমাত্র মেয়ে সাইনার জন্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এক শৃঙ্গের এই সাদা ঘোড়া যে কোনও মানুষের জীবনে সৌভাগ্যের প্রতীক। সংস্থার দাবি, অভিষেকও তারা হয়ে সারা ক্ষণ আগলাবেন স্ত্রী, সন্তানকে। তাঁদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবেন।
এই খবর শুনে আনন্দে আপ্লুত অভিষেকের অনুরাগীরা। এত বড় সম্মান টলিউডে এমনকী ভারতের কোনো অভিনেতা প্রথমবার পেলেন। বাঙালির জন্য খুবই গর্বের বিষয়।