জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একদিন লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার গলায় মালা ঝুলিয়ে ছিল গৌরী, আজ গৌরীর ছবিতেই মালা ঝুলিয়ে দিল ঘোষাল পরিবার! ‘দেখ কেমন লাগে’, মজা করছেন নেটিজেনরা

বর্তমান দিনে ধারাবাহিকের দর্শকরা কিন্তু ভীষণ মজা করতে শিখেছেন‌।সোশ্যাল মিডিয়ায় এক এক সময় তারা যা কান্ড করে বসেন সেগুলো দেখে হাসি আর থামতেই চায় না।এমনিতেও গৌরী এলো সাম্প্রতিক পর্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে যে মরে যাওয়া মানুষ আবার বেঁচে ফিরতে পারে কী করে? যদিও আসলে গৌরী আর ঈশান মারা যায়নি।

আগামী দুদিন ধরে দেখানো হবে তাদের মহা প্রত্যাবর্তন পর্ব। সেখানে আমরা দেখতে পাব, ঘোষাল বাড়ি ভেবে নিয়েছে যে ঈশান আর গৌরী মারা গিয়েছে এবং তাদের ছবিতে মালা টাঙিয়ে,ধূপধুনো দেখিয়ে শ্রাদ্ধশান্তির কাজ শুরু করে দিয়েছে।শৈল মা আর ময়ূরী যথারীতি গৌরীকে দোষ দিয়ে যাচ্ছে আর ঠিক তখনই সকলকে চমকে দিয়ে ঈশানের গৌরীকে কোলে করে নিয়ে ঢুকবে ঘোষাল বাড়িতে। চমকে উঠবে সকলে।

এই নিয়ে ইতিমধ্যেই ট্রোলিং শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে কিছু দর্শকদের স্মৃতিশক্তির তারিফ করতে হয়। তারা টেনে নিয়ে এসেছেন লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা ছবিতে গৌরির মালা পরিয়ে ধূপধুনো দেখানোর প্রসঙ্গ।

তারা বলছেন যে মোনালিসার ছবির গলায় মালা পরিয়ে ধূপধুনো দেখাচ্ছিলে, এবার দেখো নিজের ছবিতে মালা পরা অবস্থায় ধুপ ধুনোর গন্ধ খেতে কেমন লাগে? যেমন মোনালিসার ছবিকে মালা পরিয়েছিলে এখন নিজের ছবিতেই মালা পরানো দেখতে হচ্ছে। যদিও সবটাই তারা বলেছেন মজার ছলে তাই কারো মন খারাপ করার কোন দরকার নেই।

ishan gouri dead

Piya Chanda

                 

You cannot copy content of this page