জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সৃজলা গুহ আর শন ব্যানার্জি আসলে দুই ভাই বোন! সারা নেটপাড়া মেতে উঠেছে এই নতুন সম্পর্ক নিয়ে কিন্তু সত্যিটা কী?

আজ মন ফাগুন ভক্তদের জন্য ভীষণ আনন্দের দিন।টিআরপি রেটিং তালিকায় চতুর্থ স্থানে চলে এসেছে এই ধারাবাহিক এবং লক্ষ্মী কাকিমাকে ভালোমতো বেগুন ভাজা করে দিয়েছে। এর মধ্যেই ৭.০ পয়েন্ট ছুঁয়ে ফেলেছে এই ধারাবাহিক। আজ আবার সৌমেন দার পর্দা ফাঁস হবে। সামনেই ঋষি আর পিহুর মেহেন্দি। সব মিলিয়ে মন ফাগুন এখন জমজমাট।

তবে ব্যাপারটা হলো আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটা পোস্ট। বেশ কয়েকজন পোস্ট করছেন যে সৃজলা গুহ আর শন ব্যানার্জি নাকি ভাই বোন। হঠাৎ করে এসব কী হল?

Srijla Sean1

আসলে পিহু ঋষিকে টুবাইদা টুবাইদা করেই ডাকে। এদিকে ঋষিকে চাপে ফেলার জন্য সে বলে দিয়েছে, ছোটবেলায় তো তুমি আমাকে ভুল বুঝিয়েছিলে দুই সপ্তর্ষিমণ্ডল এক হয়ে যাবে বলে। ছোট ছিলাম বলে আমায় বোকা বানানোর জন্য যা পেরেছো বলেছো। খানিকটা এর সূত্র ধরেই আজকে সবাই বলছে যে পিহু আসলে ঋষির বোন।
Srijla Sean

বাস্তবে এসব কিছুই না। দুজনে মোটেই ভাই বোন নয়। সৃজলা ঋষির থেকে একমাসের ছোটো মাত্র। দুজনের বয়স ২৮। ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তাদের কিছু বক্তব্য মাত্র মজা করার জন্যই এটা করছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page