জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চুটিয়ে প্রেম করছেন অভিনেতা ঋত্বিক! পাহাড়কে সাক্ষী রেখে প্রমিকাকে প্রেম নিবেদন, জানেন অভিনেতার প্রেমিকা কে?

টেলিভিশন পর্দার পরিচিত মুখ অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik mukherjee)। ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মন দিতে চাই’ ধারাবাহিক খ্যাত ঋত্বিক বর্তমানে অভিনয় করছেন জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে। অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গে তাঁর জুটি দর্শকমুখে প্রশংসিত। তবে জানেন কি চুপিসারে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। কিন্তু কে অভিনেতার প্রেমিকা?

কার সঙ্গে প্রেম করছেন পর্দার আদিদেব?

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে রাজি থাকেন না অভিনেতা ঋত্বিক মুখার্জী। তবে বর্তমানে অভিনেতা নিজের প্রেমিকার নাম সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছেন। বা বলা যায় নিজেদের প্রেমের সম্পর্ককে সামাজিকভাবে স্বীকৃত দিয়েছেন।

Writwik Mukherjee, ঋত্বিক মুখার্জী

যদিও এখনও পর্যন্ত ধারাবাহিক পর্দায় আদিদেব ও আনন্দীর মধ্যে ভালোবাসা ফুটে ওঠেনি। তবে বাস্তব জীবনে প্রেম করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী।‌ অভিনেতার প্রেমিকা হলেন দিশা দাস। যিনি ভিডিও করে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। ‌ সম্প্রতি নিজের প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করেন ‘আনন্দী’ খ্যাত অভিনেতা ঋত্বিক। আর সেখান থেকেই স্পষ্ট হয়েছে তাদের সম্পর্কের তথ্য।

যদিও এর আগে অভিনেতা জানিয়েছিলেন, দিশা তাঁর পূর্ব পরিচিত। তবে এবার পাহাড়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করে সমাজ মাধ্যমে সেই ছবি শেয়ার করেছেন অভিনেতা। আর সেই ছবি বর্তমানে ভাইরাল। এর আগে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনেতার সঙ্গে অভিনেত্রী শ্রীতমা মিত্রের প্রেম নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সেই জল্পনাকে আমল দেননি ঋত্বিক। তবে অভিনেতা বলেছিলেন তাঁকে নিয়ে চর্চা জারি থাকুক তিনি চান। একাধিক ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করে দর্শক মহলে সমাদৃত অভিনেতা। ‌তবে অভিনেতার প্রেম জীবন সম্পর্কে এতদিন কিছুই তথ্য পাওয়া যায়নি। ঋত্বিক ও দিশার জন্য অনুরাগীদের তরফে শুভেচ্ছা জানানো হয়েছে। ‌

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page