জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীপাবলীর সপ্তাহে টিআরপিতে ধুন্ধুমার! ভাগ্য বদল আনন্দীর! বেঙ্গল টপার কে হল? আগাম জেনে নিন

টেলিভিশন পর্দায় ধারাবাহিকগুলি যেন সিরিয়াল প্রিয় দর্শকের সন্ধ্যার সঙ্গী। তবে বাংলা সিরিয়ালগুলি (Bengali Serial) একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত।প্রতিনিয়ত চলছে জোরদার প্রতিযোগিতা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর এসবের মাঝেই প্রকাশ্যে এলো টিআরপি (TRP)। কোন ধারাবাহিক বাজিমাত করল? কোন সিরিয়াল পিছিয়ে পড়লো দেখে নিন।

চলতি সপ্তাহে এগিয়ে কোন মেগা? পিছিয়ে কোন মেগা?

জি বাংলা এবং স্টার জলসা এই দুই চ্যানেলের মধ্যে স্লট দখলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যে সকল ধারাবাহিক টিআরপিতে পিছিয়ে পড়ছে তাঁদের সরে যেতে হচ্ছে টেলিপর্দা থেকে। আর যে সকল ধারাবাহিক এগিয়ে চলছে তাঁদের আয়ু আরো দীর্ঘায়িত হচ্ছে। সন্ধ্যা ছটায় জি বাংলার ‘পুবের ময়না’-কে পরাস্ত করছে স্টার জলসার ‘তেঁতুল পাতা’।

সন্ধ্যা সাড়ে ৬ টায় কিছুটা টিআরপি বাড়ছে জি বাংলার ‘আনন্দী’-র। তবে বরাবরের মতো এগিয়ে থাকছে স্টার জলসার ‘গীতা এলএলবি’। সন্ধ্যা সাতটায় ‘জগদ্ধাত্রী’ বনাম ‘কথার’ হাড্ডাহাড্ডি টক্কর। এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ এগিয়ে যেতে পারে ‘কথা’র থেকে। সন্ধ্যা সাড়ে সাতটায় নতুন মেগা ‘রাঙামতি তীরন্দাজ’কে অনায়াসে হারিয়ে দিচ্ছে জি বাংলার ‘ফুলকি’।

রাত আটটায় এগিয়ে থাকছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। তবে টিআরপি বাড়তে পারে ‘উড়ান’ এর। রাত সাড়ে আটটায় জলসার ‘রোশনাই’ বনাম জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ এগিয়ে যেতে পারে যেকোনো একটি মেগা। রাত নটায় জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এর থেকে নম্বরে অনেকটা এগিয়ে থাকছে জলসার ‘শুভ বিবাহ’। ‌

রাত সাড়ে নটায় ‘অনুরাগের ছোঁয়ার’ কাছে পরাস্ত হচ্ছে জি বাংলার ‘মিঠিঝোরা’। রাত দশটায় ‘চিনি’
পিছিয়ে পড়ছে জি বাংলার ‘মালা বদলের’ কাছে। ‌এই সপ্তাহে টপার হতে পারে কথা, জগদ্ধাত্রী এবং ফুলকি। এখন দেখা যায় একটা নতুন সপ্তাহে কে কাকে টপকে বাজিমাত করে।

TollyTales NewsDesk