জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিম ফুলের জায়গা দখল করল পরিণীতা! যাত্রা শেষ হবে না নতুন স্লটে যাবে পর্ণা-সৃজনের গল্প, বেজায় ক্রু’দ্ধ দর্শকরা

একটা কথা না বললেই নয়, এই মুহূর্তে বাঙালির বিনোদনের সবথেকে বড় মাধ্যম অবশ্য‌ই বাংলা ধারাবাহিকগুলি। ‌বাঙালি দর্শকদের একাকীত্ব কাটানোর সঙ্গী হয়ে উঠেছে এই বাংলা ধারাবাহিকগুলি। বলাই বাহুল্য, কিছু কিছু ধারাবাহিক খুব অনায়াসে দর্শকদের মনের খুব কাছাকাছি জায়গা করে নেয়। আর সেই ধারাবাহিকগুলি নিয়ে কোন‌ও সিদ্ধান্ত সহজে মেনে নেননা দর্শকরা।

এই মুহূর্তে বাংলার জনপ্রিয়তম ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল জি বাংলার পর্দায় চলা ধারাবাহিক নিম ফুলের মধু। মিঠাই পরবর্তী এই ধারাবাহিক জি বাংলাকে প্রাণ দিয়েছিল। দারুণ হিট হয়েছিল পর্ণা-সৃজন জুটি।উত্তর কলকাতার সম্ভ্রান্ত বনেদি পরিবার, দত্ত পরিবার। আর এই দত্ত বাড়ির বড় ছেলে সৃজন। তার বিয়ে হয় আলোকপর্ণার সঙ্গে। বিয়ের পর নতুন সংসারে যৌথ পরিবারে মানিয়ে নিতে পর্ণাকে স্ট্রাগল করতে হয় বেশ অনেকটাই।

Zee Bangla, Neem Phooler Madhu, Serial update, Television, Entertainment, জি বাংলা, নিম ফুলের মধু, সিরিয়াল আপডেট, বিনোদন

কিন্তু নিজের দক্ষতায় সে দত্ত বাড়ির বেশিরভাগ মানুষেরই মন জিতে নেয়। দত্ত বাড়ির সবার বিপদে ঢাল হয়ে দাঁড়ায় সে। কিন্তু কিছুতেই মন পায় না নিজের শাশুড়ির। বিভিন্ন প্রতিকূলতা পার করে দত্ত বাড়ির অচলায়তনকে ভেঙে তার সাফল্যের গল্প‌ই ফুটে ওঠে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।‌ আর সেই সঙ্গে এই ধারাবাহিক দর্শকদের মন জিতে নেয়।

তবে এবার এই ধারাবাহিকের আকাশে কালো মেঘের ছায়া। বন্ধের মুখে নাকি এই ধারাবাহিক। তার কারণ জি বাংলা প্রোডাকশন হাউস নিয়ে এসেছে তাদের প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক পরিণীতা। আর নিম ফুলের স্লটে অর্থাৎ রাত ৮ টায় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিকটি। আর যা জানতে পারার পর বেজায় বিরক্ত নিম ফুলের ভক্তরা। বন্ধ হবে না সময় বদলাবে সেটাও যে বোঝা যাচ্ছে।

বলাই বাহুল্য, টিআরপিতে দুর্দান্ত ফর্মে রয়েছে নিম ফুলের মধু। সম্প্রতি ৭০০ পর্ব অতিক্রম করে ১০০০ পর্বের দিকে এগোচ্ছে এই ধারাবাহিকটি। আর এই মুহূর্তেই দুঃসংবাদ। উল্লেখ্য, পরিণীতা ধারাবাহিকে নায়ক চরিত্রে দেখা যাবে নিম ফুলের মধুর পার্শ্ব চরিত্রাভিনেতা উদয় প্রতাপ সিং’কে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো চটেছিল নিম ফুলের মধু ধারাবাহিকের ভক্তরা। আর এবার সময় বদল হতে চ্যানেলের ওপর বেজায় ক্ষেপেছেন দর্শকরা।‌

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page