জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সাতটা না আটটা? কোন টাইম স্লটে যাবে পরিণীতা? বুঝতে পারছেনা জি বাংলাই, চ্যানেলের কান্ড দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন মেগা সিরিয়াল পরিণীতা (Parineeta)। এমনিতেই টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন ধারাবাহিকের যেন লাইন লেগেছে। তার মধ্যে জি বাংলায় পরপর আসছে দুটি নতুন সিরিয়াল। ‌যার মধ্যে একটি ‘পরিণীতা’। প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিকটির প্রোমো। কিন্তু, সিরিয়ালটির টাইম স্লট নিয়ে রীতিমতো ধন্ধে ভুগছে চ্যানেল।

‘পরিণীতা’-র টাইম স্লট কোনটি? গুলিয়ে ফেলেছে চ্যানেল!

টেলিভিশন পর্দায় কোন নতুন সিরিয়ালের প্রোমো আসতে না আসতেই দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হয়, কোন মেগা সরে যাচ্ছে? কোন ধারাবাহিককে বন্ধ করে তখর স্লট দখল করছে নতুন সিরিয়াল? স্বাভাবিকভাবেই দেখা যায়, টিআরপি কম থাকা সিরিয়ালগুলি অথবা অনেক দিন ধরে গড়িয়ে চলা সিরিয়ালগুলো শেষ হচ্ছে। ধারণা করা হয় এদের মধ্যেই হয়তো কোন একটি সিরিয়াল বন্ধ হয়ে যাবে নতুন মেগাকে জায়গা দিতে। ‌

তবে সম্প্রতি শোনা যাচ্ছিল, খুব সম্ভবত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ অথবা ‘জগদ্ধাত্রী’ শেষ হবে ‘পরিণীতা’কে জায়গা দিতে। সন্ধ্যার স্লট দখল করবে জি বাংলার নতুন মেগা। এদিকে জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা স্লট ঘিরে তৈরি হচ্ছে ধোঁয়াশা। কোথাও লেখা রয়েছে সন্ধ্যা সাতটা, আবার কোথাও লেখা রয়েছে রাত আটটা। ‌

স্বাভাবিকভাবেই চ্যানেলের এই ভুল চোখ এড়িয়ে যায়নি দর্শকদের। একটি পোস্টার শেয়ার করে লেখা হয়েছে নতুন সিরিয়াল ‘পরিণীতা’ দেখানো হবে ১১ নভেম্বর থেকে সন্ধ্যা সাতটায়। আর সেই পোষ্টের ক্যাপশনে লেখা রয়েছে রাত আটটায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন মেগা। আর তাই দেখেই হাসির রোল উঠেছে সমাজ মাধ্যমে।

প্রসঙ্গত উল্লেখ্য, জি বাংলার নতুন সিরিয়াল এই প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করবেন টেলিভিশনের পরিচিত মুখ অভিনেতা উদয় প্রতাপ সিং। আর উদয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নবাগতা ঈশানিকে। ধারাবাহিকে তিনি পারুলের ভূমিকায় নজর কাড়বেন।

TollyTales NewsDesk