জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রাজনীতিতে নামাই কী তবে কাল হল রচনার? দর্শকের জনপ্রিয়তা হারিয়ে স্লট হারালো দিদি নং ১

রাজনীতিই কাল হল রচনা ব্যানার্জির (Rachana Banerjee)। একসময়ে অভিনেত্রী সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No. 1) ছিল বাঙালি মহিলাদের পছন্দের রিয়েলিটি শো। এই শো-এ রাজের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসতেন নিজেদের জীবনযুদ্ধের গল্প বলতে। কিন্তু ২০২৪-এ লোকসভা ভোটেড দাঁড়াতেই ক্ষেপে ওঠেন দর্শক।

ভোটপ্রচারে একাধিক বার বেফাঁস মন্তব্য করে ট্রোলের মুখে পড়েন সাংসদ অভিনেত্রী। আরজি কর কাণ্ড নিয়েও মুখে কুলুপ তাঁর। তাঁর মৌনতা উস্কে দিল দর্শকদের। দিদি নম্বর ওয়ান বয়কটের ডাক দিয়েছিলেন তারা। ঘটনার পর শো-এর টিআরপিও নেমেছিল তরতড়িয়ে। দর্শকদের রোষের মুখে পড়ে এর আগে জি বাংলার রান্নাঘর থেকে চিরতরে বিদায় নিয়েছেন সুদীপা। এবার কি তবে রচনার পালা?

বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় চলছিল জোর জল্পনা। এবার জল্পনায় শিলমোহর দিল জি বাংলা? কারণ বেশ কিছুদিন ধরে সিরিয়ালের আনাগোনা লেগে আছে জি-এ। নয়া সিরিয়ালের আনাগোনার মাঝে স্লটহারা বেশি কিছু সিরিয়াল তাদের জায়গা দিতেই কি এবার চিরতরে বিদায়ের মুখে দিদি নম্বর ওয়ান। দীর্ঘ এক দশকের বেশিদিন ধরে চলা শো কি এবার বন্ধের মুখে?

সম্প্রতি জি বাংলা প্রকাশ্যে এনে ধারাবাহিকের নয়া সময়সূচি। ১১ই নভেম্বর থেকে আসছে ‘নিম ফুলের মধু’ ও ‘পুবের ময়না’র নতুন সময়। নয়া প্রচার ঝলকে দেখা যাচ্ছে, নিম ফুলের মধুর সম্প্রচারের সময় বদলে হয়েছে সন্ধ্যা ৬টা ও পুবের ময়ানার সময় বদলে হয়েছে বিকেলে ৫.৩০।

তবে কি নিম্নগামী টিআরপি দেখে বন্ধের মুখে দিদি নম্বর ওয়ান। রাজনীতিতে আশাই কাল হল রচনা বন্দ্যোপাধ্যায়ের জন্য? জনপ্রিয়তা হারিয়ে স্টারডম খোয়ালেন রচনা? টলিপাড়া সূত্রে খবর, এবার আর সন্ধ্যে নয়। সকাল ১০টার স্লটে সম্প্রচারিত হবে দিদি নম্বর ওয়ান। নতুন স্লটে সম্প্রচার হওয়ার পর কি আগের মতো টিআরপি পাবে এই শো? প্রশ্ন উঠছে নানা মহলে।

TollyTales NewsDesk