জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘শুভশ্রীর সঙ্গে কাজ করব না, কেউ অফার‌ও করবে না, যদিও শুভশ্রীর সঙ্গে আমার জুটি ভালো’, নীরবতা ভে’ঙে মুখ খুললেন দেব

একদা অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari) এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) জুটি ছিল টলিউডের নস্টালজিয়া। পরান যায় জ্বলিয়া রে, মন মানে না, খোকাবাবু, রোমিও, খোকা ৪২০ আরো কত ছবি! একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই তারকা জুটি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ঘোরালো। দেব কি মিস করেন দেব-শুভশ্রী জুটিকে? সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেতা।

দেব-শুভশ্রীর জুটি নিয়ে বিস্ফোরক দেব!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী। বর্তমানে তিনি কর্মজীবনে তুমুল ব্যস্ত। তিনি একাধারে অভিনেতা ও প্রযোজক। আবার রাজনৈতিক ময়দানেও তিনি তুখোড়। সেই দেব কি পাতা উল্টে দেখেন নিজের পুরনো জীবনকে? পুরনো ছবি, নস্টালজিয়া একটু হলেও নাড়া দেয় তাঁর মনকে?

একদা টলিপাড়ার চর্চিত জুটি ছিলেন অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী। পর্দা ছাপিয়ে দেব ও শুভশ্রীর প্রেমের গুঞ্জন জানতে বাকি ছিল না কারোরই।‌ একের পর এক ছবিতে শুধুমাত্র দেবের সঙ্গেই অভিনয় করেছেন শুভশ্রী। এই রোমান্টিক জুটির রসায়ন চর্চার কেন্দ্রে ছিল। কিন্তু হঠাৎ করে যেন সবকিছু এলোমেলো।‌ এক অজ্ঞাত কারণে দেব- শুভশ্রী সম্পর্কে ধরল ফাটল।

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের পর বিয়ে করেছেন শুভশ্রী। ‘রাজশ্রীর’ এখন ভরা সংসার। ‌এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন টলিপাড়ার খ্যাতনামা নায়িকা। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। ব্যক্তিগত জীবন ও কর্মজীবন ব্যালেন্স করে চলছেন। শুভশ্রী ও দেব আলাদা আলাদা ভাবে নানান ধরনের কাজ করলেও বিচ্ছেদের পর থেকে কোন একটি প্রজেক্টে একসঙ্গে কাজ করেননি তাঁরা। ‌

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, দেবের সঙ্গে কার জুটি সবচেয়ে প্রিয় তাঁর? দেব কোয়েল, রুক্মিণী, শ্রাবন্তীর নাম দিলেও শুভশ্রীর নাম এগিয়ে যেতে পারেননি। বললেন, সবার সঙ্গে সুন্দর জুটি তাঁর। ‌ তবে শুভশ্রীর সঙ্গে নতুন করে কোন কাজে জড়াবেন না বলেই ইঙ্গিত করলেন অভিনেতা। তিনি আরো বললেন, সম্পর্ক তাঁকে শিখিয়েছে আবার সম্পর্কে না যেতে। ‌

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page