জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দূরত্ব অতীত, জগদ্ধাত্রীর ৮০০ পর্ব উদযাপনের জমজমাট সেলিব্রেশনে মাতোয়ারা জ্যাস-স্বয়ম্ভু

টেলিভিশন পর্দার সিরিয়াল যেন দর্শকদের প্রতি দিনের অভ্যাসে পরিণত হয়েছে। একের পর এক নতুন ধারাবাহিক যেমন টেলিপর্দায় আসছে ঠিক তেমনভাবেই প্রতিযোগিতার ময়দানে শক্তপোক্ত ভিতে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু পুরনো সিরিয়াল (Bengali Serial)। যার মধ্যে অবশ্যই বলতে হয় জি বাংলার (Zee Bangla) অন্যতম হিট মেগা জগদ্ধাত্রী (Jagaddhatri)-র কথা। ধীরে ধীরে এই ধারাবাহিক পার করেছে ৮০০ পর্ব।

জগদ্ধাত্রীর ৮০০ পর্বের সেলিব্রেশন!

টেলিভিশন পর্দায় এখন চূড়ান্ত প্রতিযোগিতা। মাত্র একটু টিআরপি কমলেই সয়ে যেতে হচ্ছে আগের মেগা সিরিয়ালগুলিকে। সেই জায়গায় সম্প্রচারিত হচ্ছে নতুন গল্প। তবে, দিনের পর দিন ধরে নিজের জায়গা ধরে রাখা মোটেই সহজ কথা নয়। আর সেটাই যেন বাস্তবায়িত করেছে জি বাংলার হিট মেগা সিরিয়াল জগদ্ধাত্রী। টানা দুই বছর ধরে এই ধারাবাহিক দর্শকদের মনোরঞ্জন দিয়েছে।

দর্শকদের মন কাড়তে জগদ্ধাত্রীর জুড়ি মেলা ভার। টিআরপি তালিকায় নম্বর কমে গেলেও দর্শকদের ভালোবাসায় জি বাংলার এই ধারাবাহিকের ছুট অব্যাহত। টানটান রোমাঞ্চে ভরা এই ধারাবাহিকটি দর্শকদের চোখে আলাদা মাত্রা পেয়েছে। বারংবার বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিকে আগামী দিনে আসছে আরও চমক। তা বোঝাই গেল জগদ্ধাত্রী টিমের কথাবার্তায়।

৮০০ পর্ব পার করার আনন্দে জগদ্ধাত্রীর সকল কলাকুশলীরা মেতে উঠলেন সেলিব্রেশনে। কেক কেটে করলেন মিষ্টিমুখ। একসঙ্গে কেক কেটে হইহুল্লোড় আনন্দে মেতে উঠল গোটা সেট। তবে জগদ্ধাত্রীর টিমের কাঁধে দায়িত্ব অনেক। দর্শক দের অনেক প্রত্যাশা তাদের থেকে। আর সেই প্রত্যাশা রক্ষা করতে হবে। ৮০০ থেকে ১০০০ কিংবা ১৫০০ পর্ব পার করতে হবে।

এই প্রসঙ্গে পর্দার জগদ্ধাত্রী ওরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক বললেন, দর্শকদের ভালোবাসায় আর টিম ওয়ার্কের কারণেই এতগুলো দিন হেসে খেলে কাটিয়ে ফেলেছেন তারা। সত্যি বলতে এটাই সবথেকে বড় প্রাপ্তি। এর আগেই এক সাক্ষাৎকারে অঙ্কিতা বলেছিলেন, দর্শকদের ভালোবাসাই প্রধান প্রাপ্তি। তিনি টিআরপি নিয়ে ভাবেন না। আবারও বললেন তাই। দর্শকদের বললেন নতুন চমকের জন্য অপেক্ষায় থাকতে।

TollyTales NewsDesk