জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একশো টাকার বেতনে কাজ শুরু! মায়ের মৃ’ত্যুর দিন‌ও পর্দার সামনে দাঁড়িয়ে দর্শককে হাসিয়েছি…”দুঃ’খে ভরা জীবন কাঞ্চনের

বর্তমানে টলিউডের অন্যতম চর্চিত অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। বার তিনেক বিয়ে করে বারংবার চর্চায় এসেছেন তিনি। সদ্য দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন কাঞ্চন। পর্দায় দাপুটে অভিনেতা কাঞ্চন মল্লিক এবার শোনালেন নিজের জীবনের এক অধ্যায়। কাঞ্চন মল্লিকের জার্নি শুনলে অবাক হবেন আপনিও।

নিজের জীবনের কঠিন সময়ের কাহিনী শোনালেন কাঞ্চন মল্লিক!

টলিউড সিনে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন তিনি। একাধিক নামকরা প্রজেক্টে তাঁর অসাধারণ অভিনয়ে নজর কেড়েছে সবার। রোগা, ছিপছিপে চেহারার কাঞ্চন মল্লিক প্রধানত কৌতুক রোলে অভিনয় করতেন। বছরের পর বছর ধরে তিনি দর্শককে হাসিয়ে এসেছেন। ধীরে ধীরে নানান সিরিয়াস রোলে কাজ করতে থাকেন কাঞ্চন।

তবে একটা সময় ছিল, যখন নিতান্তই দু একটা সংলাপ পাঠ করার জন্য পর্দার সামনে আসতেন কাঞ্চন মল্লিক। সম্প্রতি জোশ টকের মঞ্চে এসে অভিনেতা বললেন, একশো টাকার বেতনে এক সময় কাজ করেছিলেন তিনি। কিন্তু কাঞ্চনের অভিনয় ধীরে ধীরে সকলের চোখে পড়তে লাগল। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ একাধিক জায়গায় ডাক পড়তে থাকল তাঁর।

তবে পর্দার কৌতুক অভিনেতার জীবন এতটা সহজ ছিল না। এমনকি মায়ের মৃত্যুর দিন তিনি মাকে দাহ করে ক্যামেরার সামনে গিয়েছিলেন। সেই দিনেও অভিনয় দক্ষতায় দর্শকদের হাসিয়ে ছিলেন তিনি। মনে মনে মায়ের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, এটাই তাঁর কাজ। মা যেন তাকে ক্ষমা করেন। কাঞ্চন মল্লিক বলেন, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের দক্ষতায় জায়গা পাকা করেছেন। তাঁর বাবা কোন প্রডিউসার ছিলেন না, অভিনেতা ছিলেন না, তাঁর কোন‌ও চেনা পরিচিত ছিল না। তাই ধীরে ধীরে নিজ ক্ষমতায় জায়গা তৈরি করা এতটাও সহজ নয়। প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা কাঞ্চন মল্লিকের ভরা সংসার। দীপাবলীর দিন কাঞ্চন ও শ্রীময়ীর ঘরে জন্ম হয়েছে কন্যাসন্তানের। মেয়েকে নিয়ে খুশির মেজাজে অভিনেতা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page