জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জগদ্ধাত্রী পুজোয় অতিথিদের জন্য বানান অভিনব নিরামিষ পদ, রইল রেসিপি

পুজো মানেই হরেক নিরামিষ আহারের সমাহার! সামনেই জগদ্ধাত্রী পুজো। অনেকের বাড়িতেই নবমীর দিন অতিথি সমাগম হয়। পুজোর ভোগের মেনুতে সাধারণত খিচুড়ি, পোলাও -এসব থাকে। তবে এবার ভোগে নতুনত্ব কিছু রাখুন। আনতে রাখুন এই তিন পদ। আজকের এই রেসিপিগুলো কিন্তু ভুলিয়ে দেবে আমিষের স্বাদও। আর বানাতেও খাটুনি কম।

কী কী লাগবে?

কাঁচাকলা (সেদ্ধ), আলু (সেদ্ধ), কাঁচা লঙ্কার পেস্ট, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, নুন, চিনি, গরম মশলাগুঁড়ো, ভাজা মশলা (শুকনো লঙ্কা ও জিরে), মটর ডাল-নারকেলের পেস্ট (ভিজিয়ে রাখা), সর্ষের তেল, ঘি, গোটা গরম মসলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো পেস্ট, আদা পেস্ট, কাজু-পোস্ত পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,
ফ্রেশ ক্রিম।

কীভাবে বানাবেন?

প্রথমে কাঁচকলার কোপ্তার সব উপকরণ মিশিয়ে সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভাজুন। একই প্যানে গোটা গরম মশলা ফোঁড়ন দিন। সুগন্ধ আসতে শুরু করলে এতে টমেটো পেস্ট এবং আদা পেস্ট যোগ করে সামান্য কষিয়ে নিন। এবার পরিমানমতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষান।

কষে তেল ছেড়ে এলে এবার কাজু-পোস্ত পেস্ট, সামান্য লবণ এবং চিনি ও সামান্য জল দিয়ে সব মশলা ভালো করে কষতে থাকুন। পরিমান মতো জল দিয়ে আরেকটু ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে কিছুক্ষণ ঢিমে আঁচে ফুটিয়ে নিন। নামানোর আগে পরিমান মতো ফ্রেশ ক্রিম দিয়ে কিছুক্ষন পর পরিবেশন করুন।

Joyee Chowdhury

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ-এ স্নাতকোত্তর। বিনোদন ও সংস্কৃতি বিভাগই মূল ক্ষেত্র। আমার লেখা আরও পড়তে এখানে ক্লিক করুন।

                 

You cannot copy content of this page