৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra) এদিন মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে নাগাদ শহর কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই অভিনেতা ভুগছিলেন বার্ধ্যক্যজনিত অসুস্থতায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া অভিনয় জগতে। শোকোস্তব্ধ অভিনেতা দুলাল লাহিড়ী (Dulal Lahiri)।
গাছ যদি না থাকে, শিকড়েরই বা কি দরকার: দুলাল লাহিড়ী
গত সেপ্টেম্বরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মনোজ মিত্র। সেই সময়ে অভিনেতার প্রয়াণের ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। কিন্তু সে সময় অসুস্থতাকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন মনোজ মিত্র। এ বারও আশা ছিল তিনি অসুস্থতাকে পরাস্ত করবেন। বাস্তবে তা
আর হলো না।
মনোজ স্যারের মৃত্যুতে শোকাহত অভিনেতা দুলাল লাহিড়ী। সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, তিনি অভিভাবকহীন হলেন। শুধু কি তাই! দুলাল লাহিড়ীর কথায়, তিনি প্রাণহীন জড় পদার্থে পরিণত হয়েছেন। অভিনেতার কথায় স্পষ্ট ধরা পড়ল বিষাদ। তিনি বললেন, গাছ না থাকলে শিকড়েরই বা কি দরকার! আমরা সবাই একদিন চলে যাব।
দুলাল লাহিড়ী আরও বলেন, তিনি আজ যে দাঁড়িয়ে কথা বলছেন তাও মনোজ মিত্রের জন্যই। স্যারের মৃত্যুতে অত্যন্ত শোকোস্তব্ধ তিনি। প্রসঙ্গত, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল, প্রবীণ নাট্যকার মনোজ মিত্রের হৃদ্যন্ত্র ঠিক মতো কাজ করছে না। তা ছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল।
আরও পড়ুন: ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নায়িকার মুখ বদল ! শ্যামলীকে আর দেখা যাবে না? নতুন নায়িকা কে?
তাও যথাসম্ভব প্রচেষ্টা চালাচ্ছিলেন চিকিৎসকেরা। তাও চিকিৎসকদের প্রচেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মনোজ মিত্র। মঙ্গলবার সকালে প্রখ্যাত নাট্যকারের প্রয়াণের খবর জানান তাঁর ভাই তথা সাহিত্যিক অমর মিত্র। ‘বাঞ্ছারামের বাগান’ ছবিতে মনোজ মিত্রের অভিনয় আজও স্মরণীয়। মনোজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।