করোনা মহামারী (COVID 19) পরবর্তী সময়ে বেশ কিছু বাংলা ছবি দারুণ সাফল্য এনে দিয়েছিল টলিউডকে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল দেব-রুক্মিণী অভিনীত কিশমিশ ও সুপারস্টার জিৎ (Jeet) ও নবাগতা লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya) অভিনীত রাবণ। এই দুটি সিনেমাই হাউসফুল চলে। অনেকগুলো দিনের খরা কাটিয়ে লক্ষ্মী লাভ করে বাংলা সিনেমা। তবে রাবণের মধ্যে দিয়ে দর্শকদের উপরি পাওনা দেন জিৎ। আর সেই পাওনা হচ্ছে লহমা ভট্টাচার্য।
এই নবাগতার অভিনয়ে মুগ্ধ হয়েছিল টলিউড।আসলে রূপ এবং প্রতিভায় সবাইকে মুগ্ধ করেছিলেন লহমা। অভিনেত্রীকে দেখে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেছেন টলিউডের তাবর অভিনেতা-অভনেত্রীরা। সেই তালিকায় রয়েছেন কোয়েল থেকে শুরু করে শুভশ্রী, রাজ এমনকি বাংলার ইন্ডাস্ট্রি হিসেবে খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
বলাই বাহুল্য, রাবণ যে লহমার প্রথম ছবি তা তাঁর অভিনয় দেখে বোঝা মুশকিল ছিল। তিনি যে নিজের কাজের প্রতি ঠিক কতটা ডেডিকেটেড তা নিজের প্রথম সিনেমা দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন লহমা। এই মুহূর্তে পরিচালক প্রতিম ডি’গুপ্তার ছবি চালচিত্রতে অভিনয় করেছেন তিনি। আর সেখানেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন লহমা।
আরও পড়ুন: টলিপাড়ার নতুন সমীকরণ! অভিনেত্রী শ্যামৌপ্তির প্রে’মে হা’বুডুবু খাচ্ছেন রণজয় বিষ্ণু! চুটিয়ে প্রেম করছেন তাঁরা
জানা গেছে, শুটিং ফ্লোরে নাচতে গিয়ে চাপ পড়ে অভিনেত্রীর ডান পায়ের বুড়ো আঙুলের নখ মাংসের মধ্যে গেঁথে যায়। আর শুটিং চালিয়ে যেতে পারেননি তিনি সঙ্গে সঙ্গেই হাসপাতালে যেতে হয় তাকে। স্যালাইন পর্যন্ত দেওয়া হয় অভিনেত্রীকে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি বলে জানিয়েছেন এটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে। এমন কি জানা গেছে আজ অর্থাৎ বৃহস্পতিবারই তাকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে।