জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রধান নায়িকা থেকে শুধুই পার্শ্বচরিত্রে অভিনয়! চেহারাই কারণেই কী মুখ্য চরিত্র পাচ্ছেন না ঈপ্সিতা ?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি (Ipsita Mukherjee). তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘কেয়া পাতার নৌকো’-য় কিরণ চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের ছোটবেলার সুবর্ণ আজও রয়েছেন দর্শকদের মনে। প্রধান চরিত্র থেকে বর্তমানে একের পর এক পার্শ্বচরিত্রেই অভিনয় করছেন ঈপ্সিতা মুখার্জী।

কেন শুধুই পার্শ্বচরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা?

বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন ঈপ্সিতা মুখার্জি। কিরণ কিংবা সুবর্ণের চরিত্রে অভিনয় করে জাত চিনিয়েছেন নিজের। কিন্তু তারপর থেকে কেন শুধুই পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি? চেহারা ভারী হতেই কি নায়িকা চরিত্র থেকে বাদ পড়ছেন?

জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে রাধিকা-পোখরাজের পাশাপাশি কোহিনূর-বুবলু চরিত্রটাও জনপ্রিয়তা পেয়েছিল। বুবলু চরিত্রে অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জির অভিনয় দর্শককে মুগ্ধ করে। টেলিভিশন পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসাও পেয়েছেন তিনি। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর অভিনীত ধারাবাহিক জলসার ‘জল থৈ থৈ ভালোবাসা’।

নিজের অভিনয় দক্ষতার জন্যই তিনি বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। তাও আবার স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমায়। সিরিয়ালে পার্শ্বচরিত্র দেখা গেলেও এই মিষ্টি মেয়েটিকে বড্ড পছন্দ করেন দর্শক সকলের বক্তব্য, এত সুন্দর অভিনয় যার সে শুধুমাত্র পার্শ্ব চরিত্রে? চেহারাই কি বাধা হয়ে দাঁড়াচ্ছে ঈপ্সিতার কাছে?

অভিনেত্রী ঈপ্সিতা একবার এক সংবাদমাধ্যমের কাছে জানান তিনি বহু বছর ধরেই রোগা হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি খেতে এতটাই পছন্দ করেন যে সামনে খাবার সামনে দেখলে নিজেকে আর সামলে রাখতে পারেন না। তবে চেহারার জন্যই প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা তে তিনি অভিনয়ের সুযোগ পেয়েছেন। অভিনেত্রীর কথায়, রোগা থাকলে হয়তো সুযোগটা আসত না। তাই ঈপ্সিতার বক্তব্য, ভারী চেহারা ক্যারিয়ারে কাঁটা হয়নি”। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আবার ওজন কমানোর চেষ্টা করছেন।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page