জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সত্যিই কি বাস্তবে ভেঙে গেছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর সম্পর্ক? গুঞ্জনে মুখ খুললেন অঙ্কিতা-সৌম্যদীপ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। শুরু থেকেই টিআরপির আসনে একেবারে ছক্কা হাঁকাচ্ছে এই ধারাবাহিক। একদিকে গৃহনিপুণা জগদ্ধাত্রী, অন্যদিকে কালীরূপী ‘জ্যাশ সান্যাল’, দুটি চরিত্রেই এক্কেবারে মানানসই অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। হ্যাঁ, ছবির নায়িকাই তিনি। একদিকে তাঁর বুদ্ধির তেজ, অন্যদিকে স্বামী-পরিবারের মন যুগিয়ে চলার অসম্ভব ক্ষমতা-সবটাই দুর্দান্তভাবে পালন করছেন অভিনেত্রী। তাঁকে ছাড়া এখন এই ধারাবাহিক ভাবাই যায়না। যদিও এতে নায়ক স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায়ের কৃতিত্বও কম নয়। তাঁদের জুটি বেশ পছন্দের দর্শকের। তাই তো প্রথম দিন থেকেই অসংখ্য দর্শক একেবারে হাতের মুঠোয় ধরে রেখেছে এই ধারাবাহিক।

তবে প্রথমদিকে এই ধারাবাহিক টিআরপি শীর্ষে বাস করলেও এখন একটু নম্বর কমেছে। যদিও নিজেদের টপ প্রমাণ করতে কোনও কসরত ছাড়ছেন না ধারাবাহিকের কলাকুশলীরা। যাই হোক, সম্প্রতি গিয়েছে দুর্গাপুজো। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব উপলক্ষে প্রতিবছরেই এ সময় টলিপাড়ার কাজকম্ম বন্ধই থাকে। কিন্তু উৎসব শেষ হতেই শুরু হয় লাগাতার শুটিং। যাই হোক, সিরিয়ালের পাশাপাশি দর্শকদের চোখে বাস্তব জুটি হিসেবেও ধরা দিয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ, টলিপাড়ার অন্দরের গুঞ্জন, সিরিয়ালে দম্পতির অভিনয় করতে করতে বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন তারকা জুটি। এমনকী ভক্তমহলেও বিষয়টি রটে গিয়েছে।

রাতারাতি ইনস্টাগ্রামে এই জুটির একাধিক ফ্যান পেইজও তৈরি হয়েছে। আর সেখান থেকেই উঠে এসেছে একটি বিস্ফোরক তথ্য। অভিনয়ের স্বার্থে যতই তাঁরা ধারাবাহিকে হাসিমুখে অভিনয় করুক না কেন, তাঁদের নাকি বাস্তবের সম্পর্ক ভেঙেছে! ঠিক যেমনটা ‘মিঠাই’ ধারাবাহিকের সময় ঘটেছিল। একসময় সিরিয়ালের জনপ্রিয়তার সুবাদে রটে গিয়েছিল যে, সৌমিতৃষা ও আদৃতের বাস্তবেও প্রেম ছিল, কিন্তু তৃতীয় ব্যক্তির জন্যে তা ভেঙে গিয়েছে। সিরিয়ালের বাইরে এই জুটির মুখ দেখাদেখি বন্ধ। তবে কি জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর ক্ষেত্রেও তাই হল?

না একেবারেই নয়! ভাইরাল খবরটি একেবারেই ভুয়ো। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে আসল বিষয়টা নিজেই জানিয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ। সাক্ষাৎকারের প্রথমে তাঁরা সিরিয়ালের আপডেট নিয়ে বললেও পরে তাঁরা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। প্রথমে জানিয়েছেন, দুর্গাপুজোর রেশ এখনও তাঁরা কাটিয়ে উঠতে পারেননি। যদিও এখন চেনা-পরিচিতির কারণে খোলামেলাভাবে ঘুরতে পারেন না। জগদ্ধাত্রী সিরিয়ালের আগামী পর্বে একাধিক জবারদস্ত পর্ব আসতে চলেছে। সৌম্যদীপের কাছে জগদ্ধাত্রীর জ্যাশ রূপটাই পছন্দের। কারণ অন্যান্য ধারাবাহিকে জগদ্ধাত্রীর রূপটা সাধারণ, কিন্তু CID অফিসার হিসেবে জগদ্ধাত্রীর জ্যাসের মতো রণমূর্তি বেশি ইউনিক দর্শকদের কাছে, এবং তাঁর কাছেও।

এরপরেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, সম্প্রতি শোনা যাচ্ছে, ‘তোমার আর সৌম্যদীপের মধ্যে সম্পর্কের ফাটল ধরেছে?’ তখন অভিনেত্রীর এক কথায় জবাব, ‘কই না তো! এমনকি আমরাও এমন রটনা শুনেছি। এও শুনেছি যে, আমরা একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছি। কিন্তু এত সময় নেই আমাদের। আমরা বিন্দাস আছি।’ তবে সত্যিই কি তাঁরা প্রেম করছেন, বিষয়টি প্রকাশ্যে স্বীকার না করলেও গুজবের অবসান ঘটিয়েছেন অঙ্কিতা মল্লিক, আর একই কথা জানিয়েছেন সৌম্যদীপও।

TollyTales NewsDesk