টেলিভিশন (Television) পর্দায় যে নিত্য নতুন ধারাবাহিকগুলি আসছে, সেগুলি নিয়ে আগের থেকেই ভবিষ্যৎবাণী করে দেন দর্শক। সাধারণত প্রোমো থেকেই অনেকে বুঝে যান আগামী দিনে সেই ধারাবাহিক হিট হবে নাকি ফ্লপ। সুপারহিট নায়ক-নায়িকাদের কামব্যাক, চিরাচরিত গল্পের বাইরে ধারাবাহিক হলে দর্শকদের আগ্রহ থাকে। তবে এগুলির বিপরীত হলে দর্শকরা আগে থেকেই ঘোষণা করে দেন, এই ধারাবাহিকের গতি বেশি দূর নয়।
টেলিভিশনে হিট পরিণীতা ও রাঙামতি!
ঠিক একই ধরনের ভবিষ্যৎবাণী শুনতে হয়েছিল জি বাংলায় (Zee Bangla) সদ্য শুরু হওয়া নতুন ধারাবাহিক পরিণীতা (Parineeta) এবং স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল রাঙামতি তীরন্দাজকে (Rangamati Tirandaj)। এই দুটি ধারাবাহিকের প্রমো দেখেই আগে থেকে দর্শক বুঝে গিয়েছিলেন, খুব একটা হিট হবেনা। কারণ আকর্ষণীয় গল্প নয়, আবার নজরকাড়া কাস্ট নয়।
দুটি ধারাবাহিকেই নবাগতা অভিনেত্রীকে দেখা দিয়েছে প্রধান চরিত্রে। তবে তাঁরাই কার্যত পিছনে ফেলে দিচ্ছে তাবড় তাবড় অভিনেত্রীদের। জলসা এবং জি বাংলার এই দুটি ধারাবাহিকের বর্তমান স্কোর এখন যথেষ্ট ভালো। টিআরপি তালিকায় দারুন ফলাফল এই দুইটি ধারাবাহিকের। এইসব দেখে স্বাভাবিকভাবেই বলা যায়, দর্শকদের সকল ভবিষ্যৎবাণীকে হেলায় হারিয়ে ফাটিয়ে স্কোর তুলছে এই দুটি নতুন সিরিয়াল।
জি বাংলার পরিণীতা ধারাবাহিকে পারুলের কাহিনী দর্শকমহলে সমাদৃত হচ্ছে। নবাগতা অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি ও অভিনেতা উদয় প্রতাপ সিং নতুন ধারাবাহিকে ফাটিয়ে অভিনয় করছেন। বিশেষ করে ঈশানির অভিনয় ভালো লাগছে দর্শকের। মেগার গল্প নিয়ে কিছু অসন্তোষ থাকলেও ধারাবাহিকটির টিআরপি যথেষ্টই ভাল।
আরও পড়ুন: স্টার জলসার দাপট ভেঙে, টিআরপি তালিকায় দুটি জি বাংলার ধারাবাহিক!
অন্যদিকে, স্টার জলসার রাঙামতি তীরন্দাজ নামক নতুন ধারাবাহিকটিও বেশ পছন্দ করছেন দর্শকেরা। সকলের বক্তব্য, ধারাবাহিকটি যেভাবে প্রত্যেকদিন টানটান এপিসোড উপহার দিচ্ছে, সেখানে আজকে যেমন টিআরপি বেড়েছে ঠিক তেমনভাবেই আগামী দিনেও ধারাবাহিকের স্কোর ভালোই থাকবে। আপাতত এই দুটি ধারাবাহিক নিয়ে দর্শকমহলে আলাপ আলোচনা চলছেই। দেখা যাক আগামী দিনে কি হয়।