জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক আনন্দী (Anondi) এখন দর্শকদের প্রিয় তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা আর নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক। দর্শকদের মন জয় করে টিআরপি তালিকাতেও জায়গা ধরে রেখেছে। আনন্দীর অনুপস্থিতি নিয়েও গল্পটি নিজের গতি হারায়নি বরং প্রতিটি ঘটনায় রহস্য আরও গভীর হয়েছে।
গতকালের পর্বে দেখা গিয়েছিল, জ্ঞান ফিরে পাওয়ার পর আনন্দী বুঝতে পারে সে মেডিনেস নার্সিংহোমের এক রহস্যময় ঘরে বন্দি। এই ঘরে সাধারণ কারও প্রবেশাধিকার নেই। অন্যদিকে, আদির মনে আনন্দীর জন্য গভীর উদ্বেগ কাজ করে। সে অমৃতার সাহায্য নেয় আনন্দীকে খুঁজে বের করার জন্য। এদিকে পুলিশ যখন রকেটকে খুঁজতে যায়, সে নন্দিনীকে ফোন করে সতর্ক করে। নন্দিনী সন্দেহ করে যে আদিই তাদের সব পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে।
আনন্দী আজকের পর্ব ২৬ নভেম্বর (Anondi Today Episode 26 November)
আজকের পর্বে দেখা যাবে, আনন্দী কীভাবে বেআইনি পাচারের তথ্য জানতে গিয়ে বিপদে পড়েছিল। মেডিনেসে ডাক্তারদের সন্দেহজনক কাজকর্ম দেখে সে তদন্ত করতে গিয়ে ধরা পড়ে। বন্দিদশায় থাকা আনন্দীর জীবনে চরম বিপদ নেমে এসেছে। অন্যদিকে, আদির বাড়িতে চলছে তিতিরের সঙ্গে মেহেন্দি উৎসব। পরিবারের অনেকে এই বিয়ে মেনে নিতে পারছে না, তবুও অনিরুদ্ধ ধুমধাম আয়োজন করছে। এই পরিস্থিতিতে আদি বুঝতে পারছে যে আনন্দীর ফিরে আসা কতটা জরুরি।
আগামী পর্বে দেখা যাবে, আনন্দীর সন্ধান করতে অমৃতা পুলিশ নিয়ে হাজির হবে তার বাপের বাড়িতে। আনন্দীর দাদা-বৌদিকে জেরা করার সময় নানান তথ্য উঠে আসবে। কিন্তু তাদের রহস্যময় আচরণে সন্দেহ আরও ঘনীভূত হবে। অন্যদিকে, আদির ওপরেও সন্দেহ তৈরি হতে শুরু করবে অমৃতার। আদির বিপক্ষে তৈরি হতে থাকা এই চক্রান্ত ভেঙে সে কি আনন্দীকে উদ্ধার করতে পারবে?
আরও পড়ুন: ৬০০০ টাকার চু’রিতে শ্বশুরবাড়ি তোলপাড়! কুটনি বড় বউয়ের ফাঁ’দে পা দেবে রাঙা? নয়া বিপ’দ নায়িকার জীবনে
রহস্য ও উত্তেজনার এই ধারা ধরে রাখতে, আনন্দী ধারাবাহিকের পরবর্তী পর্ব আরও আকর্ষণীয় হতে চলেছে। এখন শুধু অপেক্ষা, আনন্দী কীভাবে মুক্তি পাবে এবং আদির জীবনে নতুন কী চমক অপেক্ষা করছে!