জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নাবালিকা শ্রীময়ী প্রে’মে পড়েছিলেন কাঞ্চনের! বিবাহিত জেনেও কেন সম্পর্কে এগিয়ে ছিলেন অভিনেত্রী?

বারো বছরের দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। শ্রীময়ী চট্টোরাজ ( Sreemoyee Chattoraj ) ও কাঞ্চন মল্লিক ( Kanchan Mullick ) সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। টিভি ৯ বাংলার সাক্ষাৎকারে শ্রীময়ী জানান, তাঁদের পরিচয় বারো বছর আগে। তখন তিনি নাবালিকা এবং কাঞ্চন ছিলেন বিবাহিত। তবুও, সেই সময় থেকেই তাঁর মনে কাঞ্চনের প্রতি বিশেষ অনুভূতি কাজ করত। বন্ধুত্বের সেই সময় থেকেই তাঁরা একে অপরকে বোঝার চেষ্টা করেছেন এবং ক্রমে তা গভীর হয়েছে।

শ্রীময়ীর মতে, তাঁদের সম্পর্কের রসায়ন আজও একইরকম। কাঞ্চনের মুখচোরা স্বভাব তাঁকে প্রথম থেকেই আকর্ষণ করেছিল। শ্রীময়ী স্পষ্টভাবে বলেন, “তখন আমি নাবালিকা হয়েও একজন বিবাহিত পুরুষকে বলেছিলাম, আমার ভাল লাগে। যদিও সেটি প্রেম নয়, শুধুই বন্ধুত্ব। বিয়ের পরও সেই বন্ধুত্বের গভীরতা একটুও বদলায়নি।” তিনি জানান, তাঁদের সম্পর্কের এই স্বচ্ছতাই তাঁদের একে অপরের প্রতি আস্থাকে মজবুত করেছে।

তাঁদের সম্পর্কের মজার দিকটি শ্রীময়ীর কথায় স্পষ্ট। তিনি বলেন, “আজও যদি কাউকে ভাল লাগে, আমি সরাসরি কাঞ্চনকে বলে দিই। তখন কাঞ্চন মজা করে বলে, এবার তোর ভাললাগা কমা। এখন তুই মেয়ের মা হয়ে গিয়েছিস।” এই বন্ধুত্বপূর্ণ বোঝাপড়াই তাঁদের সম্পর্ককে বিশেষ জায়গায় নিয়ে গিয়েছে।

শ্রীময়ী আরও জানান, তাঁদের এই বন্ধুত্বের স্বচ্ছতা এমন যে, তিনি তাঁর মুগ্ধতার কথা প্রকাশ করতেও দ্বিধা করেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রতি তাঁর ভাললাগার কথাও তিনি অকপটে কাঞ্চনকে বলেছেন। শ্রীময়ী বলেন, “আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত। সেটা আমি কাঞ্চনকে বলেছি। আমাদের মধ্যে এই ট্রান্সপারেন্সিই সম্পর্ককে বিশেষ করে তোলে।”

শ্রীময়ী ও কাঞ্চনের এই সম্পর্ক যে বন্ধুত্ব, ভালবাসা ও আস্থার ভিত্তিতে দাঁড়িয়ে, তা তাঁদের কথায় স্পষ্ট। দীর্ঘ বারো বছর ধরে একে অপরকে চেনা-জানা তাঁদের সম্পর্ককে আরও গভীর করেছে।

TollyTales NewsDesk