জি বাংলার ( Zee Bangla ) মিত্তির বাড়ি ( Mittir Bari) শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ধারাবাহিকটির গল্প ও অভিনয় নিয়ে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতে ছাড়েননি। আদৃত রায়ের বিপরীতে পারিজাত চৌধুরীকে দেখে দর্শকদের মধ্যে চলছে তুলনা। কেউ এটিকে মিঠাই ২ বলে দাবি করেছেন, আবার কেউ পারিজাতের অভিনয় নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
মিত্তির বাড়িতে ‘মিঠাই’ ছায়া?
একাংশের মতে, গল্পের শুরুতে মিঠাইয়ের ছায়া স্পষ্ট। একজন লেখেন, “পুরোপুরি মিঠাই কপি পেস্ট।” অন্যজন মন্তব্য করেন, “মিঠাইয়ের জায়গায় পারিজাত মানানসই নয়।” তবে এর বিপরীতে কিছু দর্শক প্রথম পর্ব দেখে আশার আলো দেখছেন। তাঁদের মতে, আদৃত থাকলে গল্প জমে উঠবেই। কেউ কেউ আবার জোনাকি চরিত্রের সংলাপ ও কাহিনির ইউনিক দিকগুলোর প্রশংসা করেছেন।
গল্পটি মূলত একটি পরিবারের মজার ঘটনাগুলিকে কেন্দ্র করে আবর্তিত। দুলাল লাহিড়ী এবং অনুরাধা রায়ের পুরোনো বাড়িতে আশ্রিতা জোনাকির উপস্থিতিতে এক নতুন অধ্যায় শুরু হয়। নাতি আদৃত তাঁর পুরো পরিবার নিয়ে মিত্তির বাড়িতে ফিরে আসেন। পারিবারিক বিরোধ, শিকড়ের টান, এবং ঐতিহ্য রক্ষার সংগ্রাম নিয়েই এগোবে ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের একটি বড় আকর্ষণ দুলাল লাহিড়ী ও শঙ্কর চক্রবর্তীর অভিনয়। তাঁদের পারস্পরিক দ্বন্দ্ব এবং পারিবারিক টানাপোড়েন দর্শকদের মনোরঞ্জন করছে। জোনাকির চরিত্রে পারিজাত চৌধুরী একটি মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হলেও ধারাবাহিকের কৌতুক ও সম্পর্কের উষ্ণতা নিয়ে ইতিবাচক আশা দেখাচ্ছেন অনেকে।
আরও পড়ুন: নাবালিকা শ্রীময়ী প্রে’মে পড়েছিলেন কাঞ্চনের! বিবাহিত জেনেও কেন সম্পর্কে এগিয়ে ছিলেন অভিনেত্রী?
মিত্তির বাড়ি প্রতিদিন রাত ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে। প্রথম পর্ব থেকেই ধারাবাহিকটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। গল্পের নতুন মোড় এবং চরিত্রগুলোর গভীরতা নিয়ে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মিত্তির বাড়ি আদৌ টিকে থাকবে নাকি পারিবারিক দ্বন্দ্বে বিক্রি হয়ে যাবে, সেটাই এখন দেখার।