জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে দূ’রত্ব বেড়েছে আদৃতর? রাখঢাক না করেই সত্যি কথাই বললেন আদৃত

টেলিভিশন দর্শকদের মন জয় করে আবারও ছোট পর্দায় ফিরছেন আদৃত রায় (Adrit Roy) ‘মিঠাই’-এর উচ্ছেবাবু চরিত্রে তাঁর বিপুল জনপ্রিয়তার পর এবার ‘মিত্তির বাড়ি’ (Mittirbari) বড় ছেলে ধ্রুব মিত্তিরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে। এক সাক্ষাৎকারে আদৃত জানিয়েছেন, ‘মিঠাই’ তাঁকে অনেক কিছু দিয়েছে এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাবেন। ‘মিঠাই’ শেষ হওয়ার পর দীর্ঘ বিরতির সময় একটি ছবিতেও কাজ করেছেন তিনি, যদিও সেটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আদৃতের মতে, পারিবারিক গল্পের প্রতি তাঁর টান থাকায় ‘মিত্তির বাড়ি’-তে কাজ করতে রাজি হয়েছেন।

কৌশাম্বীর সঙ্গে দাম্পত্য নিয়ে কি বললেন আদৃত?

এই ধারাবাহিকে আদৃতের সঙ্গে বহু বর্ষীয়ান অভিনেতা রয়েছেন, যাঁদের থেকে অনেক কিছু শিখবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর সহ-অভিনেত্রী পারিজাত চৌধুরীর প্রশংসা করতেও ভোলেননি। ধারাবাহিকে তাঁর চরিত্র ধ্রুব একজন সুসংগঠিত উকিল। তবে বাস্তব জীবনে আদৃত নিজে কতটা গোছানো? অভিনেতার স্পষ্ট জবাব, তাঁর ব্যক্তিগত দায়িত্ব সামলানোর সুযোগ বিশেষ আসে না, কারণ তাঁর বাবা ও স্ত্রী কৌশাম্বী সব সামলে নেন। তিনি মজা করে বলেন, “আমি বাড়ির কাজে প্রায় কিছুই জানি না, কৌশাম্বী আমাকে একেবারে বাচ্চার মতো সামলায়।”

কৌশাম্বীর প্রসঙ্গে আদৃত আরও জানান, বিয়ের পরপরই কৌশাম্বী মাকে হারান, যা তাঁদের জীবনে বড় আঘাত হয়ে আসে। কিন্তু সেই শোক কাটিয়ে দ্রুত কাজে ফিরেছেন তিনি। আদৃত মনে করেন, তাঁর স্ত্রী তাঁর জন্য সৌভাগ্যের প্রতীক। যদিও একই চ্যানেলে তাঁদের ধারাবাহিক সম্প্রচারিত হওয়ায় TRP নিয়ে প্রতিযোগিতা অবশ্যম্ভাবী, তবু আদৃতের বক্তব্য, “কৌশাম্বী বেঙ্গল টপার; ও আমার লাকি চার্ম। তাই আমি আরও আত্মবিশ্বাসী।”

তবে ব্যক্তিগত জীবনে আদৃত-কৌশাম্বীর দূরত্ব বাড়ার গুঞ্জন নিয়ে জলঘোলা হয়েছে অনেক। এই প্রসঙ্গে আদৃত বলেন, “আগে এসব গুজব কৌশাম্বীকে কষ্ট দিত, কিন্তু এখন ও এসব নিয়ে কান দেয় না। আমরা ভালো আছি, এগিয়ে যাচ্ছি।”

তাঁর এই বক্তব্যে স্পষ্ট, কাজ ও সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই এগোতে চান তাঁরা। আদৃত ও কৌশাম্বীর এই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন ভক্তরা, যা একদিকে যেমন তাঁদের পেশাদার জীবনে চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তেমনই ব্যক্তিগত সম্পর্কেও ভরসার জায়গা আরও মজবুত করেছে।

TollyTales NewsDesk