জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খুব ছোট্ট ফ্ল্যাটে আমি বড় হয়ে উঠেছি, বাবা মাকে যখন এই ফ্ল্যাটটা কিনে দিতে পেরেছিলাম তখন পরিশ্রম সার্থক হয়েছিল! আবেগে ভাসলেন রচনা

টিভির পর্দায় দীর্ঘ ১৩ বছরের সফল যাত্রা! ২০১১ সালে যাত্রা শুরু করা জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’ (Didi No 1) এবার পা রাখল হাজার পর্বের মাইলফলকে। এই সাফল্যের মুহূর্তে অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) শোনালেন তাঁর স্মৃতির কথা। হাজার পর্ব উদযাপনের বিশেষ পর্বে রচনার সঙ্গে উপস্থিত ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীরা। তাঁদের সঙ্গে স্মৃতি রোমন্থন করে রচনা জানালেন, এই শো শুধু একটা অনুষ্ঠান নয়, এটি বাঙালির ঘরের কথা, মনের কথা।

দিদি নম্বর ওয়ানের ১০০০ পর্বে আবেগপ্রবণ রচনা!

রচনা বলেন, “দেখতে দেখতে ১৩টা বছর পেরিয়ে গেল। ২০১১ সালে শুরু হয়েছিল ছোট্ট একটা সেটে। সেখান থেকে এই শো আজ এত বড় জায়গায় পৌঁছেছে। দিদিদের সঙ্গে কথা বলতে বলতে তাঁদের জীবনের গল্প শোনা সত্যিই একটা অন্যরকম অনুভূতি। ভারতে এমন কোনও শো আছে বলে আমার জানা নেই। সবটাই এখানে সাবলীলভাবে হয়। চিত্রনাট্য ছাড়া শুরু থেকে শেষ পর্যন্ত দিদিদের কথার মধ্যে দিয়ে এগোয় শো। তাঁদের কথা শুনে, তাঁদের পাশে থেকে, তাঁদের থেকে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি।”

রাজনীতিতে পা রাখা নিয়ে রচনা আরও বলেন, “এখনও শিখছি। রাজনীতি আমার কাছে নতুন জায়গা। মাত্র পাঁচ-ছ’মাস হয়েছে এই জগতে এসেছি। দিদিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তাঁদের সমর্থন আমাকে নতুনভাবে শেখাচ্ছে। এটি আমার জন্য একটি শিক্ষণীয় অধ্যায়।” রচনা মনে করেন, ‘দিদি নম্বর ওয়ান’-এর ইউএসপি হল, এটি ঘরের কথা, মনের কথা। যারা নিজের গল্প বলতে পারেন না, তাঁদের গল্প অন্য কেউ শোনাচ্ছেন। এটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

সম্প্রতি একটি প্রোমোতে দেখা যায়, জোজো বলছেন, “আজ আমরা ঝুমঝুম বন্দ্যোপাধ্যায় থেকে রচনা বন্দ্যোপাধ্যায় হওয়ার গল্প শুনব।” সেখানে রচনা জানিয়েছেন তাঁর জীবনের কিছু অজানা অধ্যায়। আবেগঘন মুহূর্তে তিনি বলেন, “আমার মা-বাবা খুব ছোট্ট একটা ফ্ল্যাটে আমাকে মানুষ করেছেন। আমার স্বপ্ন ছিল তাঁদের জন্য একটা ভালো ঘর কিনব। যখন এই ফ্ল্যাটটা কিনলাম, বাবা-মায়ের মুখে যে হাসি দেখেছিলাম, তখন মনে হয়েছিল এতটা পরিশ্রম সার্থক।” কথাগুলো বলতে গিয়ে রচনার চোখে জল চলে আসে।

দীর্ঘ কেরিয়ারের এমন মুহূর্তে ফিরে দেখা সহজ নয়, কিন্তু রচনা এই শোয়ের সাফল্যের নেপথ্যে দর্শকদের ভালোবাসা এবং দিদিদের সঙ্গে সংযোগকে কৃতিত্ব দিয়েছেন। হাজার পর্ব পেরিয়ে এই শো এখনও সমান জনপ্রিয়, যা প্রমাণ করে বাঙালির ঘরের গল্প বলার আকাঙ্ক্ষার শক্তি।f

TollyTales NewsDesk