বাবা টলিউডের একজন প্রতিষ্ঠিত পরিচালক, মা জনপ্রিয় অভিনেত্রী— এমন এক গ্ল্যামারাস পরিবেশে বেড়ে উঠলেও নিজের পরিচয় তৈরি করতে কম লড়াই করতে হয়নি বনি সেনগুপ্তকে। তাঁর কেরিয়ারের শুরুটা হয়েছিল ঝাঁ-চকচকে কমার্শিয়াল ছবির মাধ্যমে। কিন্তু সেই পথে চলতে চলতেই এক সময় অনুভব করেন, নিজেকে অন্যভাবে মেলে ধরার সময় এসেছে। বারবার বিতর্ক, সমালোচনা, এমনকি ট্রোলিংয়ের মুখোমুখি হয়েও থেমে যাননি তিনি। বরং এগিয়ে গেছেন নিজস্ব পথে। দার্জিলিংয়ে ‘ঝড়’ ছবির শুটিংয়ের ফাঁকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন তাঁর জীবনের নানা দিক।
ট্রোলিং নিয়ে কী বললেন বনি সেনগুপ্ত?
ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই সহজ নয়, বিশেষত যখন প্রত্যাশার চাপ পাহাড়প্রমাণ। তবে বনি বলছেন, ‘‘আমি ধীরে ধীরে বুঝেছি, বড় প্রোডাকশন হাউসের কাজের জন্য অপেক্ষা না করে, নিজেকে তৈরি করা জরুরি। আমার কেরিয়ারের এই সময়ে আমার একটা ‘রি-লঞ্চ’ প্রয়োজন। তাই এখন কাজ বেছে করছি, যাতে আমার অভিনয় নিয়ে দর্শকদের কাছে নতুন কিছু তুলে ধরতে পারি।’’ শোনা যায়, নতুন ছবিতে তিনি একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন।
ক্যারিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বারবার এসেছে শিরোনামে। প্রেমিকা কৌশানি মুখার্জির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে বনি জানান, ‘‘ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়, অনেক সমালোচনাও শুনতে হয়। তবে আমি আর কৌশানি দু’জনেই জানি, কোনটা গুরুত্ব দিতে হবে আর কোনটা নয়। আমরা একে অপরকে যথেষ্ট স্পেস দিই।’’
তবে ট্রোলিং বা বিতর্ক তাঁর কাছে নতুন নয়। ‘‘শুরুতে খুব খারাপ লাগত। মনে হত, কিছুই তো ঠিক হচ্ছে না। তবে এখন বুঝেছি, ট্রোলিং আসলে ইন্ডাস্ট্রির একটা অঙ্গ। এসব পেরিয়ে গিয়েই নিজেকে প্রমাণ করতে হবে।’’ বনি আরও বলেন, ‘‘অভিনয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই। আমার কাজ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করাই আসল লক্ষ্য।’’
আরও পড়ুন: খুব ছোট্ট ফ্ল্যাটে আমি বড় হয়ে উঠেছি, বাবা মাকে যখন এই ফ্ল্যাটটা কিনে দিতে পেরেছিলাম তখন পরিশ্রম সার্থক হয়েছিল! আবেগে ভাসলেন রচনা
‘ঝড়’ ছবিতে তাঁর নতুন অবতারের জন্য উত্তেজিত বনি। ‘‘এই ছবির গল্পটা খুব শক্তিশালী। চরিত্রটা চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি, এই ধরনের চরিত্রই আমার কেরিয়ারের নতুন দিক খুলে দেবে,’’ বলছেন তিনি। দার্জিলিংয়ের পাহাড়ি হাওয়া যেন তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। তাঁর কথায়, ‘‘সব ব্যর্থতা, বিতর্ক পেরিয়ে আমি নতুন করে শুরু করতে চাই। এই যাত্রায় দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’’