জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোট পর্দা খ্যাতি দিলেও টেলিভিশনকে একেবারেই মিস করি না! আর ছোটপর্দায় ফিরব না! কি অহঙ্কার ঝলকালো সৌমীতৃষার গলায়?

ছোট পর্দা তারকার জন্ম দিতে পারে আজও।‌ আর টেলিভিশনের পর্দা থেকেই সদ্য তারকা হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমীতৃষা। একটি দুটি ধারাবাহিকে অভিনয় করেই সাফল্য পকেটস্থ করেছেন এই অভিনেত্রী। বিশেষ করে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হওয়া একদা অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক মিঠাই সৌমীতৃষাকে রাতারাতি সাফল্য এনে দেয়। জি বাংলার (Zee Bangla) ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে মিঠাই (Mithai) ধারাবাহিকের নাম। বলাই বাহুল্য, দর্শকদের কাছে ব্যাপক রকম জনপ্রিয়তা আদায় করে নিয়েছিল এই ধারাবাহিকটি।

সাম্প্রতিক সময়ে অন্য কোন‌ও বাংলা ধারাবাহিক এমন জনপ্রিয়তা পেয়েছে বলে মনে করতে পারেন না দর্শকরা। এই ধারাবাহিকের গল্প যেমন জনপ্রিয়তা পেয়েছিল তেমনই জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিকটির নায়ক-নায়িকা জুটিও। মিঠাই এবং উচ্ছেবাবুর জুটি আজও দর্শকদের মনে ভীষণ প্রিয়। যদিও শুরুটা যতটা মধুর ছিল শেষটা কিন্তু ততটাই তিক্ততায় ভরা হয়ে উঠেছিল এই ধারাবাহিকের।

যদিও এই ধারাবাহিকের হাত ধরেই বিরাট সাফল্যের মুখ দেখেছিলেন সৌমীতৃষা। তার ভক্ত সংখ্যা ছিল চোখে পড়ার মতো। বিশাল-বিরাট ব্যাপক তার জনপ্রিয়তা। বলা যায় এই অভিনেত্রীর ভাগ্য তার প্রতি ভীষণ রকমের প্রসন্ন। আর সেই কারণেই অল্প ধারাবাহিকে অভিনয় করেই এমন সাফল্যের মুখ দেখেছিলেন তিনি। এই ধারাবাহিকে অভিনয়ের সূত্রেই তিনি সরাসরি বাংলার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রধান’ ছবিতে সুযোগ পান।

যদিও নিন্দুকেরা বলেন সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে সৌমীতৃষার। অহংকার গ্রাস করেছে তাকে। আর সেই কারণেই আজ মিঠাই ধারাবাহিকের কোন‌ও সহ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই আর তার তেমন সুসম্পর্ক নেই। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে কালরাত্রি ওয়েব সিরিজে। যদিও মিঠাই ধারাবাহিকে তার নায়ক আদৃত রায় ইতিমধ্যেই ফিরেছেন জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে।

তা কবে ফিরছেন সৌমীতৃষা? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত তো ছোটপর্দায় কাজ করছি না, সেটাই ঠিক করেছি। একই সঙ্গে স্পষ্টভাবে তিনি জানিয়ে দেন, তিনি ছোট পর্দা থেকে খ্যাতি পেলেও ছোট পর্দাকে আর তিনি মিস করেন না। অভিনেত্রীর কথায়, যে ধরনের কাজ এখন তিনি করতে চাইছেন সেই ধরনের কাজের সুযোগ টেলিভিশনে নেই। অভিনেত্রী নতুন নতুন চরিত্রে অভিনয় করতে চান। কিন্তু ধারাবাহিকে অত্যন্ত একঘেয়েমি রয়েছে। সিরিয়ালকে সময় দিলে অন্য কিছু করা যায় না। আর সেই কারণেই আপাতত সৌমীতৃষার লিস্ট থেকে বাদ টেলিভিশন।

TollyTales NewsDesk