জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। দিনের পর দিন ধরে টেলিভিশন পর্দায় রাজত্ব করে এসেছে এই ধারাবাহিক। সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা করা থেকে বেঙ্গল টপার এর মুকুট পরা, নিম ফুলের মধু চিরকাল দর্শকদের ফেভারিট। আর এবার, এই ধারাবাহিকের গল্পে বদলে যাচ্ছে নায়ক-নায়িকা।
নিম ফুলের মধু থেকে বিদায় নিচ্ছে পর্ণা-সৃজন!
জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক শুরু হয়েছিল পর্ণা ও সৃজনের বিয়ের মধ্যে দিয়ে।আলোকপর্ণার দত্ত বাড়িতে বউ হয়ে আসা, দুই হাতে দত্ত বাড়ির দায়িত্ব সামলানো, একাধিক টানাপোড়েন, কঠিন পরিস্থিতি সামলে অবশেষে সুখ এসেছিল পর্ণা-সৃজনের সংসারে। পর্ণার কোল আলো করে এসেছিল মেয়ে পুঁটি আর পুত্র সন্তান।
তবে তারপরেই এলোমেলো হয়ে যায় সব। স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে যায় সৃজন। আর এর মধ্যে দিয়েই ১৭ বছর এগিয়ে গিয়েছে নিম ফুলের গল্প। এখানে দেখা যাচ্ছে বড় হয়ে উঠেছে পর্ণার ছেলে ও মেয়ে। দত্ত বাড়ির পরিবেশকে মাতিয়ে রাখে পুঁটি। অন্যদিকে, ঠাকুমার আদরে বড় হয়েছে কৃষ্ণার চোখের মণি বাবুর বাবু।
ধারাবাহিকে পর্ণার মেয়ে পুঁটির চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী সমু সরকারকে। যিনি এর আগে অভিনয় করেছিলেন জি বাংলার মেগা সিরিয়াল ‘আলোর কোলে’-তে। প্রাণবন্ত, ছটফটে মেয়েটির চরিত্রে দেখা যাবে পুঁটিকে। আবার পুঁটির নায়ক হিসেবে দেখা যেতে পারে খুব জনপ্রিয় কোন অভিনেতাকে।
আরও পড়ুন: ছোট পর্দা খ্যাতি দিলেও টেলিভিশনকে একেবারেই মিস করি না! আর ছোটপর্দায় ফিরব না! কি অহঙ্কার ঝলকালো সৌমীতৃষার গলায়?
অন্যদিকে, পর্ণা-সৃজনের ছেলের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা রাজীব গোস্বামী। যিনি এর আগে ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অর্থাৎ ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গল্প এবার থেকে আবর্তিত হবে পর্ণা-সৃজনের ছেলেমেয়েকে কেন্দ্র করে। তাহলে কি ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে পর্ণা-সৃজন? তা মোটেও নয়। তাঁদের কাহিনী চলবে আলাদা ছন্দে।.