জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লাল শাড়ি পরে ভিডিও করতেই মাত্র এক রাতের মধ্যে বদলে যায় অভিনেত্রী শ্রুতির জীবন! নিজে সেই ঘটনা শোনালেন অভিনেত্রী

অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) জন্মগতভাবে কাটোয়ার মেয়ে। বর্তমানে বেশকিছু ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। তাঁর প্রথম অভিনীত ধারাবাহিক ছিল ‘ত্রিনয়নী’। সেখানে নয়নের চরিত্রে অভিনয় করে তিনি সকলের বাহবা কুড়িয়েছিলেন। তারপর ‘দেশের মাটি’ ধারাবাহিকে নোয়ার চরিত্রেও দেখা যায় তাঁকে। অভিনয়ের পাশাপাশি দারুণ নাচ করেন অভিনেত্রী। যদিও তাঁর গায়ের রং নিয়ে নানা জনে কটাক্ষ করতে ছাড়েনি।

সেই ঘটনার পর বদলে যায় শ্রুতি দাসের জীবন!

কেরিয়ারের শুরু থেকেই গায়ের রং নিয়ে নানান কটাক্ষ শুনেছিলেন শ্রুতি দাস। কিন্তু তিনি চুপ থাকার পাত্রী নন। প্রতিবাদ করেছেন বারংবার। এমনকী তিনি থানায় গিয়েও নালিশ জানিয়ে এসেছিলেন। তাঁকে দেখে আরও অনেক মেয়ে সাহস পেয়ে এগিয়ে এসেছেন। অনেকেই বলেন শ্রুতি দাস কাটোয়া তথা বাংলার গর্ব।

shruti das

যদিও অভিনেত্রীর কেরিয়ারের শুরুটা মোটেও এমন ছিল না। তিনি দেখেছিলেন বাবার কষ্ট। পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিলেন চেয়ে কাজ শুরুর মনোবাঞ্ছা ছিল শ্রুতির। তিনি চেয়েছিলেন স্বপ্নপূরণ করতে। তবে এই লড়াইটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি জোশ টকের মঞ্চে এসে নিজের সেই কঠিন সময়ের কথা শেয়ার করলেন শ্রুতি।

shruti das

অভিনেত্রী বললেন, তাঁর গায়ের রং থেকে লুক, একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তবে তিনি গিয়েছিলেন অডিশন দিতে, খুব একটা লাভ হয়নি। বরং শুনতে হয়েছিল তাঁকে নাকি সামনে এক ও ছবিতে আরেক দেখতে। একথা শুনে ফিরে এসেছিলেন নিরাশ হয়েই। এরপর আসে একটা ফোন। যেখানে শ্রুতিকে বলা হয়, লাল শাড়ি পরে একটি ভিডিয়ো করে পাঠাতে। তিনি কথামতো তাই করেন। আর পরের দিনই ডাক পান ত্রিনয়নী থেকে। আর সেখানে থেকেই শুরু জীবনের অপর অধ্যায়। তিনি খুঁজে পেয়েছিলেন মনের মানুষকে।

তিনি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। শ্রুতির প্রথম অভিনীত ধারাবাহিকের পরিচালক ছিলেন তিনি। ‘ত্রিনয়নী’ স্বর্ণেন্দুই পরিচালনা করেছিলেন। এবং সেই শুটিং থেকেই ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় অভিনেত্রী-পরিচালকের। শ্রুতিই নাকি প্রথম প্রেম প্রস্তাব দিয়েছিলেন নিজের থেকে বয়সে অনেকটা বড় পরিচালককে। তখন তাঁর ‘স্বর্ণদা’কে। শ্রুতির মনের কথা জানতে পেরে স্বর্ণেন্দু বলেছিলেন যে, অভিনেত্রীর ইনফ্যাচুয়েশন হয়েছে। কিছুক্ষণের ভাল লাগা। যে ভাল লাগা নাকি পরবর্তীকালে ফুরিয়ে যাবে। কিন্তু আদলে তা হয়নি। কোনও কিছুর তোয়াক্কা না করে একসঙ্গে ভাল আছেন শ্রুতি-স্বর্নেন্দু।

Piya Chanda