জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আনন্দী (Anondi) দর্শকদের মনে নতুন মাত্রা যোগ করেছে। পুরনো প্রিয় জুটিকে ফিরিয়ে আনার পাশাপাশি, ধারাবাহিকের নায়িকার অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন নতুন মোড় আর টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিক প্রতিটি পর্বেই চমক নিয়ে আসে। নায়িকার বুদ্ধিমত্তা ও দৃঢ় মনোভাব গল্পকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
গতকালের পর্বে দেখা যায়, আনন্দী বুঝতে পারে সোনার হার চুরি করেছে বাড়িরই কেউ। সে ধীরে ধীরে সন্দেহের কেন্দ্রে নিয়ে আসে কাকিমাকে। কাকিমার এমন কাজে সে হতবাক হয়ে যায়, কারণ শুধুমাত্র তাকে ছোট করার জন্য এত নীচে নামতে পারে তা আনন্দী কল্পনাও করেনি। বাড়ির পুরুষ ও মহিলাদের সাহায্যে কাকিমার মুখোশ খুলতে একটি পরিকল্পনা করে আনন্দী। সেই ফাঁদে নিজের অজান্তেই জড়িয়ে পড়ে নন্দিনী।
আনন্দী আজকের পর্ব ৭ ডিসেম্বর (Anondi Today Episode 7 December)
আজকের পর্বের শুরুতেই সোনার দোকানদার সোনার হার পরীক্ষা করতে এসে জানায়, এই হার একেবারে খাঁটি সোনা দিয়ে তৈরি। এমন কথা শুনে নন্দিনী ও কাকিমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। কিন্তু আনন্দী তাদের বোকামির সুযোগ নিয়ে বাড়ির সকলের সামনে প্রমাণ তুলে ধরে।
ভিডিও দেখে সবাই চমকে ওঠে এবং বিশ্বাস করতে চায় না যে বাড়ির ছোট বউ এমন চুরির মতো নিকৃষ্ট কাজ করতে পারে। নন্দিনী নিজেকে বাঁচাতে সব দোষ কাকিমার ঘাড়ে চাপিয়ে দেয়। বাড়ির সদস্যরা কাকিমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা আনন্দীর ইচ্ছার বিরুদ্ধে ঘটে।
আরও পড়ুন: এক পদেই পাত চেটপুটে সাফ! শীতের দুপুরে খাওয়ার জন্য বানিয়ে নিন বেগুন বাসন্তী জেনে নিন কীভাবে বানাবেন এই পদ
আগামীকালের পর্বে দেখা যাবে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় কাকিমা আনন্দীকে একপ্রকার হুমকি দিয়ে যায়। সে স্পষ্ট জানায়, তার অপমানের বদলা নিতে ফিরবে এবং এইবার আনন্দীর জীবনে এমন বিপদ আনবে যা কাটানো সহজ হবে না। অন্যদিকে, নন্দিনীও শান্ত থাকতে পারছে না। সে কাকিমার থেকে দূরে গিয়ে নিজের নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা শুরু করে। আনন্দী কি তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে? উত্তেজনাপূর্ণ মোড় আর চমকপ্রদ গল্প নিয়ে এগিয়ে চলেছে আনন্দী। প্রতিদিনের ঘটনাপ্রবাহ দর্শকদের টিভির পর্দায় আটকে রাখতে বাধ্য করছে।