জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দারুণ খবর! দীর্ঘদিন পর ফের জি বাংলার পর্দায় নায়িকা হয়ে ফিরছেন জেসমিন রায়, কোন ধারাবাহিকে?

এই মুহূর্তে মূল ধারার বিভিন্ন চ্যানেলে একাধিক নতুন নতুন ধারাবাহিক (New Serial) শুরু হয়েছে। সেই সঙ্গে আরও অনেক ধারাবাহিক আসার খবর শোনা যাচ্ছে।‌ বলাই বাহুল্য সেই সমস্ত ধারাবাহিকের হাত ধরে, ফিরছেন একদম আনকোরা নবাগত অভিনেতা অভিনেত্রীরা। আবার কখন‌ও অভিজ্ঞতা সম্পন্নরা। তাদের যে এখনও দর্শকের কাছে দারুণ ডিমান্ড।

বিভিন্ন সময় এই প্রাক্তন তারকাদের পর্দায় দেখার দাবি জানিয়েছেন বাঙালি দর্শকরা। তবে সব ক্ষেত্রেই যে আশা পূরণ হয়েছে এমনটা একেবারেই নয়। আর সেই রকমই বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জেসমিন রায়। এই অভিনেত্রীকে কখনও পজেটিভ আবার কখন‌ও নেগেটিভ চরিত্রে দেখেছেন দর্শকরা।

যদিও বারবার এই অভিনেত্রীকে নায়িকা হিসেবে ফেরানোর দাবি জানিয়েছেন দর্শকরা। ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘ত্রিনয়নী’, ‘কি করে বলব তোমায়’, ‘পান্ডব গোয়েন্দা’ ‘আমার সোনা চাঁদের কণা’র মতো একাধিক ধারাবাহিকে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তবে গাঁটছড়া পরবর্তী এই অভিনেত্রীকে আর সেই অর্থে মূল ধারার চ্যানেলের কোন‌ও ধারাবাহিকে দেখা যায়নি।

তবে এবার শোনা যাচ্ছে, ফিরছেন জেসমিন রায়। জি বাংলার পর্দায়। আর জেসমিনের ফেরার খবরে দারুণ খুশি তার ভক্তরা। কবে, কোথায়? কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী জেসমিন রায়? জানা গেছে অভিনেত্রী নাকি ফিরছেন জি বাংলার পর্দায়।

কোন ধারাবাহিকে? না এই মুহূর্তে কোন ধারাবাহিকের নায়িকা চরিত্রে নয় বরং জি-বাংলার ধারাবাহিক মালাবদলে এন্ট্রি নিতে চলেছেন তিনি। এক বিশেষ এপিসোডের জন্য দেখা যাবে তাকে। এই বিশেষ এপিসোডে নৃত্য পরিবেশনা করবেন তিনি। ‌ ইতিমধ্যেই সেই প্রোমো সামনে এসেছে। এবং দীর্ঘদিন পর নায়িকাকে আবারও মুখ্য চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকে দেখে দারুণ খুশি হয়েছেন দর্শকরা।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page