জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিজ্ঞতা, অভিনয় দক্ষতা কিছুই কাজে লাগলো না, টিআরপিই সব! পল্লবীকে হারিয়ে সেরা নায়িকা দিব্যানী, ক্ষোভ দর্শকদের

বাংলা ধারাবাহিকের (Bengali Serial) জগতে এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি মানুষের মনে চিরকালীন হয়ে রয়ে গেছে‌। আর তাদের মধ্যে অবশ্যই অন্যতম ধারাবাহিক হলো স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হওয়া ধারাবাহিক কে আপন কে পর (Ke Apon Ke Por) । নিদারুন সাফল্যের সঙ্গে সুদীর্ঘ ৫ বছর যাবৎ চলেছিল এই ধারাবাহিকটি। বাংলা টেলিভিশনের পর্দায় অন্যতম সফল ধারাবাহিক ছিল এটি।‌

এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পল্লবী শর্মা ও বিশ্বজিৎ ঘোষ। পাঁচ বছরের দীর্ঘ ধারাবাহিক যাত্রা শেষে ১ বছরের টানা বিরতি নিয়েছিলেন পল্লবী। এরপর জি বাংলার পর্দায় নিম ফুলের মধু ধারাবাহিক নিয়ে কামব্যাক করেন তিনি। অচিরেই মেলে সাফল্য।‌ আজ‌ দীর্ঘ দু’বছর যাবৎ সাফল্যের সঙ্গে এই ধারাবাহিক মনোরঞ্জন করে চলেছে দর্শকদের।

পর্ণা-সৃজনের জুটি দারুণ রকমের জনপ্রিয় দর্শকদের কাছে। পর্ণা চরিত্রে পল্লবীর অভিনয় নজর কাড়া। দর্শকদের ভীষণ কাছের এবং পছন্দের চরিত্র পর্ণা। টিআরপি তালিকাতে ভালো ফল করলেও জি বাংলার অপর ধারাবাহিক ফুলকির তুলনায় বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকটি। আর এবার শ্রেষ্ঠত্বের লড়াইতেও ফুলকি অভিনেত্রী দিব্যানীর কাছে হেরে গেলেন অভিনেত্রী পল্লবী শর্মা।

যদিও দর্শকদের ভোটেই পল্লবী হেরেছেন দিব্যানীর কাছে কিন্তু সেই রেজাল্ট মেনে নিতে পারছেন না খোদ পল্লবীর ভক্তরাই। আসলে টিভি নাইন বাংলার তরফে সদ্য অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ এর ঘরে ঘরে বায়োস্কোপ অ্যাওয়ার্ড। আর টিভি ৯-এর পক্ষ থেকে বেশ কিছু সিরিয়ালের নায়িকাদের মনোনীত করা হয়েছিল পুরস্কারের দাবিদার হিসেবে। আর তাদের মধ্যে থেকেই ফুলকিকে দর্শকরা ভোট দিয়ে জেতান। যদিও এই বিচার নিয়ে অসন্তুষ্ট পল্লবীর ভক্তরা।

TollyTales NewsDesk