বাংলা টেলিভিশনের (Television) জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha) নিজের ব্যক্তিগত জীবনের কারণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পর্দায় যতই খলনায়িকার চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তবে একেবারে মিষ্টি ও খোলামেলা স্বভাবের তিনি। সম্প্রতি প্রেমিক ইউটিউবার সুকান্ত কুন্ডু (Sukanta Kundu) সঙ্গে আংটি বদল সেরেছেন অনন্যা। হাঁটু মুড়ে বসে সুকান্ত একদম ফিল্মি কায়দায় প্রেম নিবেদন করেন। আর দেরি না করেই ‘হ্যাঁ’ বলে দেন অভিনেত্রী। চারপাশে লাল বেলুনে মোড়া সাজসজ্জার মাঝে এই প্রণয় পর্ব রূপ নেয় এক মিষ্টি মুহূর্তে।
আংটি বদল সারলেন অনন্যা-সুকান্ত!
অনন্যা এবং সুকান্তের প্রেমের গল্প শুরু হয়েছিল আড়াই বছর আগে। সেই সম্পর্কই এখন পাকা বাঁধনে বাঁধা পড়তে চলেছে। যদিও এই আংটি বদলটি অফিসিয়াল এনগেজমেন্ট নয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বাগদান সম্পন্ন হবে। তবে এই মুহূর্তে ভক্তরা তাঁদের এই ছোট্ট উদযাপনেই শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছেন। প্রেম সম্পর্কে খোলামেলা অনন্যা জানালেন, প্রথম দেখাতেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে জীবনের সঙ্গী হিসেবে সুকান্তই সঠিক।
সুকান্ত এবং অনন্যার এই আংটি বদলের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কালো পোশাকে তাঁদের রঙ মিলান্তি উপস্থিতি এবং প্রকৃতির কোলে সাজানো এই আয়োজন যেন রূপকথার গল্পের মতো। মিষ্টি এই মুহূর্তে অনন্যা জানালেন, বিয়ে নিয়ে তাঁদের আপাতত কোনো তাড়াহুড়ো নেই। কাজের ব্যস্ততাই তাঁদের জীবনের মূল ফোকাস।
এই মুহূর্তে জি বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ‘সঞ্জনা’র চরিত্রে অভিনয় করছেন অনন্যা। আদৃত ও পারিজাতের জীবনে তৃতীয় ব্যক্তির ভূমিকায় তাঁর অভিনয় নজর কাড়ছে দর্শকের। যদিও বাস্তব জীবনে সুকান্তের সঙ্গে তাঁর রসায়ন একেবারে উল্টো। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে একেবারে স্বচ্ছ ও গভীরভাবে একে অপরের সঙ্গে যুক্ত।
আরও পড়ুনঃ “আমার কাছে আমার মনের মানুষটাই প্রাইমারি…” দেবকে ইনস্টায় আনফলো প্রসঙ্গে মুখ খুললেন রুক্মিণী
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের অফিসিয়াল এনগেজমেন্ট এবং বিয়ের দিনটির জন্য। অনন্যা-সুকান্তের এই মিষ্টি কাহিনি টেলিপাড়ার আরও একটি সুন্দর প্রেমের উদাহরণ হয়ে রয়ে গেল। তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা রইল।