টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটি দেব (Dev) -রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) একাধিকবার ভক্তদের মন জয় করেছেন, তবে এবার তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে। বুধবার কলকাতা আন্তর্জাতিক ছবি উৎসবে একফ্রেমে ধরা দিলেও, রুক্মিণীর আচমকা ইনস্টাগ্রামে দেবকে আনফলো করার ঘটনা চমক দিয়েছে ভক্তদের। অনুরাগীদের মনে প্রশ্ন, তবে কি এই আদর্শ জুটির মধ্যে ঝামেলা বা মনোমালিন্য ঘটেছে? যদিও ছবির মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁদের সৌহার্দ্যপূর্ণ মূহূর্ত আবার ভক্তদের মন ভরিয়ে দেয়।
দেবকে ‘আনফলো’ নিয়ে কি বললেন রুক্মিণী?
রুক্মিণী এই জল্পনা নিয়ে স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি নিছকই টেকনিক্যাল সমস্যা। তিনি বলেন, “আমি তো এসব কিছুই জানি না। আমার সোশ্যাল মিডিয়া টিম কাজ করে। রিয়েল লাইফে আমি দেবকে ফলো করি।” যদিও ইনস্টাগ্রামে তিনি ৫১৫ জনকে ফলো করলেও দেব সেই তালিকায় নেই। তাঁর এই মন্তব্যে অনুরাগীদের মনে স্বস্তি ফিরেছে।
তবে এই ঘটনা তাঁদের সম্পর্কের দৃঢ়তাকে কমিয়ে দেয়নি। রুক্মিণী আগেই জানিয়েছিলেন, তাঁদের সম্পর্কের ভিত্তি ভালো থাকা, খুশি থাকা আর একে-অপরের প্রতি বিশ্বাস। তিনি স্পষ্ট বলেন, “আমার কাছে আমার মনের মানুষটাই প্রাইমারি। আমরা সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেই সম্পর্ককে বিচার করি, যা আমার কাছে অপ্রাসঙ্গিক।” এই বক্তব্য তাঁদের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি।
ছবি উৎসবে তাঁদের বিশেষ মূহূর্তগুলোও নজর কেড়েছে। রুক্মিণী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দিলে, মুখ্যমন্ত্রী সেই উত্তরীয় দেবকে পরিয়ে দেন। এই প্রতীকী মূহূর্তটি জুটির সম্পর্কের মাধুর্য প্রকাশ করেছে। দেব-রুক্মিণীর সম্পর্কের এমন ছোট ছোট মুহূর্তই তাঁদের বিশেষ করে তোলে।
আরও পড়ুনঃ বাধা-বিঘ্ন পেরিয়ে এক হলো আদি-আনন্দী! ফুলসজ্জার রাতে লজ্জায় রাঙা দম্পতি
দেবের সঙ্গে ‘খাদান’-এর প্রচারে ব্যস্ত থাকা সত্ত্বেও, রুক্মিণীর অভিনয় নিয়ে নতুন পরিকল্পনা চলছে। টলিউডে তাঁর আগামী ছবি ‘বিনোদিনী… একটি নটীর উপখ্যান’ মুক্তি পাবে নতুন বছরের শুরুতে, যার সহ-প্রযোজক দেব। তাঁদের সম্পর্ক যেমন পর্দায় সফল, তেমনই বাস্তব জীবনেও তাঁদের একসঙ্গে পথচলা অনুপ্রেরণার উদাহরণ।