বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় বহাল তবিয়তে চলছে জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ (Anondi)। এই ধারাবাহিকের মজাদার গল্প ও চরিত্রের টানাপোড়েনে মজে আছেন দর্শক। সম্প্রতি প্লটের নতুন মোড় ধারাবাহিককে আরও আকর্ষণীয় করে তুলেছে। লাহিড়ী বাড়ির প্রতিটি সদস্যের জীবনে জটিলতা বাড়লেও, গল্পে আসছে নতুন চমক।
গতকালের পর্বে দেখা গিয়েছিল, সোনার হার চুরি নিয়ে কাকীমণির দোষ প্রমাণ করে আনন্দী। সবার সামনে নিজের নির্দোষিতার প্রমাণ দিয়ে কাকীমণির মুখোশ খুলে দেয় সে। ফলস্বরূপ, বাড়ির সদস্যরা কাকীমণিকে একঘরে করে দেয় এবং তাঁর স্বামী তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। কাকীমণি এতোটুকু অনুশোচনা না করেই বাড়ি ছাড়ে। তবে আনন্দী শাশুড়িকে অনুরোধ করে তাঁকে ফেরানোর চেষ্টা করলেও ঠাম্মি কোনোভাবেই তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন না।
![Anondi, Anondi Serial Today Episode, Anondi Today Episode 8th December, Zee Bangla, আনন্দী, আনন্দী আজকের পর্ব, আনন্দী আজকের পর্ব ৮ ডিসেম্বর, জি বাংলা Anondi, Zee Bangla, Bengali Serial, Anondi December 7 episode update, বাংলা সিরিয়াল, আনন্দী, জি বাংলা](https://tollytales.com/wp-content/uploads/2024/12/Anondi-December-7-episode-update-1024x614.webp)
আনন্দী আজকের পর্ব ৮ ডিসেম্বর (Anondi Today Episode 8 December)
আজকের পর্বে দেখা যায়, ঠাম্মি আনন্দীকে নিজের সংসারে মন দেওয়ার কথা বলেন। অন্যদিকে, চৈতি নন্দিনীর কথায় ফের লাহিড়ী বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার সময় চৌকাঠেই ঠাম্মির তিরস্কার সহ্য করতে হয় তাকে। চৈতি মাথা নিচু করে নিজের ঘরে চলে যায়। এর মধ্যেই ঠাম্মি ও আদির মা সিদ্ধান্ত নেন, আদির সঙ্গে আনন্দীর নতুন করে ফুলশয্যার আয়োজন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ঘর সাজানো হয় এবং আনন্দী ও আদিকে একসঙ্গে থাকার নির্দেশ দেওয়া হয়। আদির লজ্জার মুহূর্তে বাড়িতে নতুন উত্তেজনা তৈরি হয়।
আগামী পর্বে দেখানো হবে, আদির সঙ্গে সম্পর্ক নতুনভাবে শুরু করার চেষ্টা করবে আনন্দী। কিন্তু চৈতি এই সম্পর্ক নষ্ট করার জন্য নতুন ষড়যন্ত্র করবে। অন্যদিকে, ঠাম্মি ও আদির মায়ের মধ্যে আসন্ন অনুষ্ঠান নিয়ে মতবিরোধ দেখা দেবে। গল্পে যুক্ত হবে আরও উত্তেজক মুহূর্ত, যা দর্শকদের মন জয় করবে।
আরও পড়ুনঃ শরীরে বইছে ঠাকুর পরিবারের রক্ত, নাম বদলে হয়েছিলেন আয়েশা সুলতানা, ক্যান্সারের মতো মারণ রোগকে হারিয়েছেন তিনি, ব্যক্তিত্বের অপর নাম শর্মিলা ঠাকুর
‘আনন্দী’-তে আজকের পর্বের শেষে ফুলশয্যার চমকের এই গল্পে আসন্ন পর্বগুলিতে কীভাবে আনন্দী তাঁর সংসার সামলাবেন, তা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। পরিবারের জটিলতা ও নতুন সম্পর্কের চ্যালেঞ্জে গল্পে আসছে এক নতুন অধ্যায়।