জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের গল্প প্রথম থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। টেলিভিশনের সম্প্রচারিত আর পাঁচটা সাধারণ টেলি সিরিয়ালের মতো গল্প নয়, বরং রহস্য রোমাঞ্চে ঘেরা জগদ্ধাত্রীর গল্প তুমুল জনপ্রিয়তা অর্জন করে। আর এবার এই ধারাবাহিকে আসছেন নতুন নায়িকা শ্রেয়সী রায়।
জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন নায়িকা শ্রেয়শ্রী রায়!
বর্তমানে ধারাবাহিকগুলিতে লিপ নেওয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের গল্প টানা কুড়ি বছর এগিয়ে যেতে দেখা যায়। আর এবার পালা জগদ্ধাত্রীর। নতুন প্লটে ১৭ বছর এগিয়ে যাচ্ছে জগদ্ধাত্রীর গল্প। ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অঙ্কিতা মল্লিক। আসছে নতুন নায়িকা।
এতদিন জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করে এসেছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তিনি অফিসার জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথম সিরিয়াল থেকেই জ্যাস ওরফে অঙ্কিতা নিজের জাত চিনিয়েছেন। কিন্তু বর্তমানে গল্পের প্রয়োজনে এবার সিরিয়াল ছাড়ছেন অঙ্কিতা। অঙ্কিতার জায়গায় আসছেন নতুন অভিনেত্রী। তিনি জগদ্ধাত্রীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন।
জগদ্ধাত্রী ধারাবাহিক এবার দেখানো হবে মারা যাচ্ছে নায়িকা জগদ্ধাত্রী। বড় হয়ে উঠছে জ্যাস সান্যালের মেয়ে দুর্গা। একা হাতে মেয়েকে বড় করে তুলছে নায়ক স্বয়ম্ভু। দুর্গা মায়ের মতোই ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার হবে। মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে সে। ছোটবেলা থেকেই শক্তি সঞ্চয় হচ্ছে তাঁর মনে। আর তাই নিয়েই এগোবে মেগার গল্প।
আরও পড়ুনঃ অনন্যার সামনে হাঁটু মুড়ে বসে আংটি বদল! কবে চারহাত এক হচ্ছে অনন্যা সুকান্তর?
অনেকদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন নায়িকা কে হবেন। অবশেষে সামনে এলো সেই উত্তর। জানা যাচ্ছে, এবার ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রেয়সী রায়কে। যাকে শেষবারের জন্য দেখা গিয়েছিল সান বাংলার ‘সাথী’ ধারাবাহিকে ভিলেনের চরিত্রে। এর আগে, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্রেয়সীকে। অনেক দিন পর জি বাংলায় আবার ফিরবেন অভিনেত্রী।