জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রথম সপ্তাহেই দুরন্ত কামাল জলসার ‘গৃহপ্রবেশ’-এর! জি বাংলার সঙ্গে জোরদার টক্কর! এবার টিআরপি দেখলে মাথা ঘুরবেই

টেলিভিশন (Television) পর্দার ধারাবাহিকগুলির (Bengali Serial) প্রতিযোগিতা নতুন নয়। বাংলা সিরিয়ালের নম্বর দিয়েই এখন তার শ্রেষ্ঠত্ব বিচার করা হয়। এমনকি সিরিয়ালগুলির স্থায়িত্ব নির্ভর করে টিআরপির নম্বরের উপর। তাই প্রতি সপ্তাহে টিআরপি তালিকার নম্বর দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলেই।

এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে নিন!

জি বাংলা এবং স্টার জলসার মধ্যে প্রতিযোগিতা চিরকাল বর্তমান। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এর মাঝে কালার্স বাংলা এবং সান বাংলা চ্যানেলেও বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে, আর সেগুলিও জনপ্রিয়তা পাচ্ছে। তবে প্রথম সারির চ্যানেল হিসেবে জি বাংলা এবং স্টার জলসার প্রতিযোগিতা হাড্ডাহাড্ডি পর্যায়ে গিয়েছে।

ইতিমধ্যে শোনা যাচ্ছে, স্টার জলসার নতুন মেগা সিরিয়াল গৃহপ্রবেশ প্রথম সপ্তাহে তুমুল কামাল করেছে। টিআরপি তালিকায় তার নম্বর দেখে সবাই অবাক। তবে প্রথম স্থান ধরে রেখেছে কথা। জগদ্ধাত্রী আর ফুলকির নম্বর কমেছে আগের থেকে। এখন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কারা প্রথম পাঁচে জায়গা করল, বেঙ্গল টপার কে হল।

এই সপ্তাহের এক থেকে পাঁচে কারা রইল?

প্রথম – কথা 7.5
দ্বিতীয় – ফুলকি/উড়ান/গীতা LLB/পরিণীতা 7.0
তৃতীয় – আনন্দী/জগদ্ধাত্রী 6.8
চতুর্থ – রাঙ্গামতী/কোন গোপনে 6.7
পঞ্চম – গৃহপ্রবেশ 6.4

টিআরপি তালিকা থেকে বোঝাই যাচ্ছে প্রথম সপ্তাহের বিচারে গৃহপ্রবেশের নম্বর যথেষ্ট ভালো। এছাড়া, নম্বর বেড়েছে রাঙামতী তীরন্দাজ এবং পরিণীতা ধারাবাহিকের। অনেকেই বলেছিল স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকটি ফ্লপ হবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কামাল করছে উষসীর মেগা। প্রথম স্থান ধরে রেখেছে কথা, দ্বিতীয় স্থানে ফুলকি উড়ান, গীতা, আর পরিণীতা। তৃতীয় স্থানে আনন্দী ও জগদ্ধাত্রী। চতুর্থ স্থানে রাঙ্গামতী, কোন গোপনে মন ভেসে এসেছে।

TollyTales NewsDesk