জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ও চোখ দিয়েই অভিনয় করতে পারে! কালরাত্রিতে সৌমীতৃষার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ স্বৈরীতি!

টেলিভিশন পর্দা থেকে তাঁর উত্থান। বর্তমানে তিনি চুটিয়ে কাজ করছেন সিনেমা থেকে ওয়েব পর্দায়। কথা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডুর (Soumitrisha Kundu) সম্পর্কে। যিনি সম্প্রতি হইচই পর্দায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। ‘কালরাত্রি’ মুক্তির পর সৌমীতৃষার প্রশংসায় পঞ্চমুখ স্বৈরীতি!

সৌমীতৃষার প্রশংসায় পঞ্চমুখ স্বৈরীতি!

বর্তমানে সৌমীতৃষা টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। তবে ওয়েব সিরিজে কাজ করার পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। সৌমীতৃষা এমনিতেই দাপুটে অভিনেত্রী। ‌টিভি পর্দা হোক কিংবা সিনেমা সৌমীতৃষার জুড়ি মেলা ভার। অসাধারণ অভিনয় করে তিনি দর্শকদের মনে নিজের স্থান পাকা করেছেন। ‌

সৌমীতৃষার প্রশংসায় পঞ্চমুখ স্বৈরীতি ব্যানার্জি। হইচই-এ ‘কালরাত্রি’ সিরিজের অন্যতম বিশেষ ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সিরিজের মুখ্য চরিত্র ‘দেবী’র ভূমিকায় সৌমীতৃষা প্রসঙ্গে তিনি বলেন, এই চরিত্রে সৌমীতৃষা ছাড়া আর কাউকে মানাতেই পারে না। ওর চোখের মধ্যে একটা অন্যরকম স্নিগ্ধ ব্যাপার আছে। দর্শকরা হয়ত ট্রেলারেই খেয়াল করেছে। চোখ দিয়েই ও অনেক কিছু বুঝিয়ে দিয়েছে

স্বৈরীতি আরও বলছেন, অভিনেত্রী হিসেবে সৌমীতৃষাকে দশে দশ দিতে চান তিনি। তাঁর অভিনয় নিয়ে কোনও কথাই নেই। স্বৈরীতি মনে করেন না দেবী চরিত্রটি সৌমীতৃষা ছাড়া আর কেউ করতে পারত।

হইচই এর কালরাত্রি মুক্তির পর দর্শকদের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে। ‘দেবী’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে সৌমীতৃষাকে একেবারে অন্যরকম ভাবে দেখেছেন সকলেই। আর তার জন্যই আরো বেশি জনপ্রিয়তা বেড়েছে তাঁর। অভিনেত্রী সৌমীতৃষার আগামী দিনের কাজগুলি নিয়ে প্রত্যাশী অনুরাগী মহল।

TollyTales NewsDesk

                 

You cannot copy content of this page