জি বাংলার ( ZeeBangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi ) টিআরপি তালিকায় প্রতিনিয়ত নজর কেড়ে নিচ্ছে। অনন্য গল্প আর চরিত্রদের চমকপ্রদ উপস্থাপনা ধারাবাহিকটিকে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রেখেছে। বর্তমানে গল্প এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিটি মুহূর্তে উত্তেজনা আর রহস্য বাড়ছে। আদি-আনন্দীর জীবনে নতুন এক অধ্যায় শুরু হলেও, কিয়ানের সঙ্গে জড়িত টানাপোড়েনের গল্প দর্শকদের আরো বেশি আকর্ষণ করছে।
গতকালের পর্বে দেখা যায়, আনন্দী ঠাকুমার ছদ্মবেশে নার্সিংহোমে কিয়ানের সঙ্গে দেখা করতে যায়। কিন্তু কিয়ান বুঝতে পারে তিনি তার ঠাম্মা নন, বরং আনন্দী। এতে কিয়ান চিৎকার করতে শুরু করলে নার্স এবং ডাক্তাররা ছুটে আসে। পরিস্থিতি সামাল দিতে আদি আনন্দীকে নিয়ে চলে আসে। কিন্তু পরের দিন ভোরবেলা দেখা যায় কিয়ানের বেড ফাঁকা। কেউই তাকে খুঁজে পাচ্ছিল না, যার ফলে ডক্টর সেন লাহিড়ী বাড়িতে এসে আনন্দীকে ২৪ ঘণ্টার সময়সীমা দেন কিয়ানকে খুঁজে বের করার জন্য।
আনন্দী আজকের পর্ব ১২ ডিসেম্বর (Anondi Today Episode 12 December)
আজকের পর্বে দেখা যাবে, আনন্দী ছদ্মবেশে তনুশ্রী এবং সুমনাকে নিয়ে কিয়ানের বাড়িতে যায়। নানা ছলচাতুরির মাধ্যমে বাড়িতে ঢুকে কিয়ান এবং তার ঠাম্মির ছবি তোলে। পরে পার্কে বসে থাকা বৃদ্ধাদের থেকে জানতে পারে কিয়ানের ঠাম্মিকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে। আনন্দী বুঝতে পারে ঠাম্মিকে না পেয়ে কিয়ান নার্সিংহোম ছেড়ে বেরিয়ে পড়েছে। এরপর আদি-আনন্দী মিলে বৃদ্ধাশ্রমে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ঠাম্মিও মিসিং।
আগামীকালের পর্বে দেখা যাবে, আনন্দী আন্দাজ করে কিয়ান তার ঠাম্মিকে খুঁজতে খুঁজতে বৃদ্ধাশ্রমে পৌঁছেছিল এবং পরে ঠাম্মি তাকে কোথাও নিয়ে গিয়েছে। তার ধারণা অনুযায়ী, তারা দুজনই সম্ভবত কোনো হাসপাতাল বা নার্সিংহোমে রয়েছে। আনন্দী আদিকে নিয়ে সেখানে পৌঁছায় এবং সত্যিই কিয়ানকে তার ঠাম্মির সঙ্গে খুঁজে পায়। এতে সকলেই স্বস্তি পায়, তবে কিয়ানের ঠাম্মিকে নিয়ে এই রহস্য এখানেই শেষ নয়।
আরও পড়ুন: শীতের ছুটিতে পালং দিয়ে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর লুচি! রইল রেসিপি
গল্পের এই টানটান উত্তেজনা দর্শকদের পর্দার সামনে ধরে রাখতে সফল। আগামী দিনের পর্বে আনন্দীর কী সিদ্ধান্ত আসে এবং কিয়ানের জীবনে কী নতুন মোড় আসে, তা দেখতে উদগ্রীব দর্শকরা।