টলিউডের বিনোদন জগতে বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দা সব জায়গাতেই নায়ক-নায়িকার জুটি নিয়ে থাকে বিশেষ আগ্রহ। কোন সিনেমায় অভিনেতার বিপরীতে কে আছে কিংবা কোন সিরিয়ালে অভিনেত্রীর সঙ্গে কার মিল দেখাবে এই নিয়ে চলে দর্শকদের বিশাল আলোচনা।
এখনকার দিনে, চারিদিকে বিভিন্ন অশান্তির মাঝে দিনের শেষে একটু আনন্দ খুঁজে পাওয়ার অন্যতম মাধ্যম টেলিভিশন। আর টিভি মানেই সিরিয়াল। সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মেগার রমরমা। এদের মধ্যে কোনো অংশেই পিছিয়ে নেই ওটিটি।
ইতিমধ্যে জানতে পারা গেছে টলিউডে আসছে নতুন ছবি। আগামী দিনে প্রসেনজিৎ হালদারের পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘দূর্গা’। এই সিনেমার মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে। উল্লেখ্য , প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বাধঁতে চলেছে আরিয়ান ভৌমিক। অভিনেত্রী জীবনের শুরুর দিকে প্রাথমিকভাবে টেলিভিশন দিয়ে শুরু করলেও পরবর্তীকালে বড়পর্দা এমনকি ওটিটিতে দেখা গিয়েছে। এমনকি, মারাঠি ছবিতেও কাজ করেছেন।
বলাই বাহুল্য, কাজের পরিধি বিস্তৃত হওয়া পাড়ি দিয়েছেন সুদূর মুম্বাইতে কিন্তু এখন রয়েছেন কলকাতায়। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসাবে প্রসেনজিতের পা রাখবেন সিনেমা জগতে। সূত্রের খবর, এই সিনেমাতে অভিনেত্রীকে দেখা যাবে মানসিক ভারসাম্যহীন রোগীর চরিত্রে। এছাড়াও, এই ছবিতে দেখা পাওয়া যেতে পারে চন্দন সেন, পরাণ বন্দোপাধ্যায়ের মতন গুণী অভিনেতাদের।
আরও পড়ুনঃ ‘মেডিকেল স্টুডেন্টরা সবসময় অ্যাপ্রোন পরে থাকে, এখানে সব কোমর বার করা জামা কাপড় পরে আসে !’ অবাস্তব গল্প দেখিয়ে ফের কটাক্ষের মুখে মিঠিঝোরা
পরিকল্পনা মাফিক সমস্ত কিছু এগোলে আগামী বছরে অর্থাৎ ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমা। প্রিয়াঙ্কা বলেছেন, “ধারাবাহিক, ওয়েব সিরিজ, ছবিতেও বিভিন্ন চরিত্রে দর্শক দেখেছেন আমায়। কিন্তু এই চরিত্রটি বেশ কঠিন আমার কাছে। এই ধরণের চরিত্র ফুটিয়ে তুলতে বেশ কষ্ট করতে হয়েছে। আসলে নিজেকে ভাঙা-গড়ার মাঝেই অভিনয় দক্ষতা প্রমাণ করতে হয়। তাই নতুন কাজের মাধ্যমে সেই চেষ্টাই করছি।”